Advertisement
২৫ ফেব্রুয়ারি ২০২৪

মেগা থেকে ছুটি অম্বরীশের

ভাববেন না, ছুটি নিলাম মানে খেয়ে-ঘুমিয়ে কাটাব। বেশ কিছু সিনেমায় কাজ করছি। কমলেশ্বর মুখোপাধ্যায়ের পরিচালিত ছবি ‘ককপিট’-এ একজন ব্যবসায়ীর চরিত্রে অভিনয় করছি।

ঊর্মি নাথ শেষ আপডেট: ০৮ জুন ২০১৭ ১৩:০০
Share: Save:

বাংলা সিরিয়াল ‘পুন্যি পুকুর’-এর পর মেগা সিরিয়াল থেকে ছুটি নিলেন অম্বরীশ ভট্টাচার্য। এখন কি তা হলে স্রেফ ভাল-মন্দ খাওয়া আর ঘুম? ‘‘টানা ১০ বছর মেগায় কাজ করে আমি ক্লান্ত। আপাতত ছ’মাস থেকে এক বছর মেগা থেকে ছুটি নিয়েছি। তবে, ভাববেন না, ছুটি নিলাম মানে খেয়ে-ঘুমিয়ে কাটাব। বেশ কিছু সিনেমায় কাজ করছি। কমলেশ্বর মুখোপাধ্যায়ের পরিচালিত ছবি ‘ককপিট’-এ একজন ব্যবসায়ীর চরিত্রে অভিনয় করছি। ইতিমধ্যে অভিজি‌ৎ গুহ ও সুদেষ্ণা রায়ের কমেডি ছবি ‘দেখ কেমন লাগে’তে কাজ করলাম। ছবিটা মুক্তি পাবে ২১ জুলাই। আবার জুলাইতেই শ্যুটিং শুরু হবে রবি কিনাগীর ছবি। নাম এখনও ঠিক হয়নি। এই ছবিতে আমি ভিলেন। বহুদিন আগে ‘দেবী চৌধুরাণী’ সিরিয়ালে নেগেটিভ চরিত্রে কাজ করছি। তার পর এই। প্রসঙ্গত বলি, এই ছবির ক্রিয়েটিভ ডিরেক্টর প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। বিরসা দাশগুপ্তর ছবিতে একজন পুলিশ ভূতের চরিত্রে অভিনয় করছি। ভূত হিসেবে অবশ্য এই প্রথম পরদায় দেখা দেব। সুতরাং বুঝতেই পারছেন নাওয়া-খাওয়ার সময়টা কম,’’ গলায় তৃপ্তি অম্বরীশের। থিয়েটারের গান গেয়ে ও থিয়েটারে অভিনয় করে অম্বরীশের কেরিয়ার শুরু। মেগা সিরিয়ালে ব্যস্ত হয়ে পড়ায় সেই ভালবাসায় ভাটা পড়েছিল। ‘‘প্রায় পাঁচ বছর পর থিয়েটারে অভিনয় করব। দেবেশদার (চট্টোপাধ্যায়) পরিচালনায় নাটক করছি। নাটক মঞ্চস্থ হবে অবশ্য পুজোর পর। এ সবের পাশাপাশি একটা ওয়েব সিরিজেও কাজ করছি,’’ গলায় খুশির আভাস অম্বরীশের। মেগা সিরিয়াল থেকে ছুটি নিলেও মেগা সিরিয়াল তাঁর পিছু ছাড়ছে না। ‘‘রোজই অফার পাচ্ছি। কয়েকটার তো বেশ ভাল চরিত্র ছিল। কিন্তু সব কটাই বাতিল করেছি,’’ বললেন অম্বরীশ। আপাতত তাঁর পাখির চোখ সিনেমা ও নাটক।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE