Advertisement
E-Paper

সলমনের সঙ্গে গাঁটছড়া বাঁধতে চান অমিশা? মনের কথা প্রকাশ্যে আনলেন অভিনেত্রী

সলমন ও অমিশা দু’জনই এখনও অবিবাহিত। তা হলে কি এই দুই বলি তারকার গাঁটছড়া বাঁধার কোনও সম্ভাবনা রয়েছে? মজার ছলেই প্রশ্ন আসে এক অনুরাগীর তরফ থেকে।

Ameesha Patel was asked if she wants to get married to Salman Khan

এ বার কি বিয়ের পিঁড়িতে সলমন-অমিশা? ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ৩০ জানুয়ারি ২০২৫ ১৯:১৪
Share
Save

বহু অভিনেত্রীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। কিন্তু ছাঁদনাতলা পর্যন্ত পৌঁছননি সলমন খান। যদিও তাঁর অনুরাগীদের আশা, ঠিক এক দিন বিয়ে করবেন ভাইজান। পাত্রী কি অমিশা পটেল? সম্প্রতি অনুরাগীদের সঙ্গে এক কথোপকথনে এই প্রসঙ্গে কথা বলেন অভিনেত্রী।

সলমন ও অমিশা দু’জনই এখনও অবিবাহিত। তা হলে কি এই দুই বলি তারকার গাঁটছড়া বাঁধার কোনও সম্ভাবনা রয়েছে। মজার ছলেই প্রশ্ন আসে এক অনুরাগীর তরফ থেকে। সেই প্রসঙ্গে অমিশা সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে বলেন, “অনুরাগীদের আবদার, ‘সলমন খুবই যোগ্য। আপনিও উপযুক্ত। আপনাকে দেখতেও সুন্দর। সুন্দর সন্তানের জন্ম দেওয়ার জন্য আপনাদের বিয়ে করা উচিত’। আমি এই সব শুনে ভাবলাম, এ তো দারুণ কারণ! এমনিতেও সুন্দর দেখতে মানুষদের একসঙ্গে দেখতে পছন্দ করেন সকলে। ‘কহো না পেয়ার হ্যায়’ ছবির পরে আমাকে আর হৃত্বিককে সকলেই একসঙ্গে দেখতে চেয়েছিলেন। হৃত্বিক ওঁর বিয়ের কথা ঘোষণা করতেই সকলের মন ভেঙেছিল। কেউ মেনে নিতে পারছিল না।”

এর আগেও এক অনুরাগী এক অনুষ্ঠানে অমিশাকে বলেছিলেন, সলমন খানের সঙ্গে তাঁর বিয়ে করা উচিত। এই প্রসঙ্গে অভিনেত্রী বলেছিলেন, “সলমন এখনও বিয়ে করেননি। আমিও বিবাহিত নই। তাই আপনি মনে করছেন, আমাদের বিয়ে করে নেওয়া উচিত। আপনারা কী চান, আমরা বিয়ে করি? না কি একসঙ্গে ছবিতে জুটি বাঁধি?” সেই দিনই মজা করে অভিনেত্রী বলেছিলেন, তিনি বিয়ে করতে চান। কিন্তু মনের মতো পাত্র পাচ্ছেন না। অমিশা বলেছিলেন, “ছেলে খুঁজে পাচ্ছি না। আমি তো বিয়ের জন্য কবে থেকেই প্রস্তুত।”

২০০২ সালে ডেভিড ধওয়ান পরিচালিত ছবি ‘ইয়ে হ্যায় জলওয়া’-তে জুটি বেঁধেছিলেন সলমন ও অমিশা।

Ameesha Patel Salman Khan

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy

{-- Slick slider script --}}