টলিউডে ভাঙা-গড়ার খেলা লেগেই আছে। প্রকাশ্যে নায়ক-নায়িকা পরস্পরকে চোখে হারালেও ক্যামেরা বন্ধ হলেই সমীকরণ সব বদলে যায়। এই ঘটনা অহরহ দেখতে পাওয়া যায়। সম্প্রতি যেমন টলিপাড়ার এক আলোচিত জুটির বদলে যাওয়া সম্পর্ক নিয়ে আলোচনা চারদিকে। শোনা গিয়েছে, প্রেমিকাকে ঘাড় থেকে নামানোর জন্য মরিয়া সেই নায়ক। কিন্তু অভিনেত্রী নাকি নায়কের প্রেমে এমন পাগল কথায় কথায় রেগে যান।
কানাঘুষো খবর এমনটাই। কিন্তু জানেন কি, নায়িকাও পাকা খিলাড়ি! এক দিকে যেমন বিখ্যাত প্রেমিককে হাতছাড়া করতে রাজি নন অভিনেত্রী। অন্য দিকে নাকি রাত-বিরেতে টলিপাড়ার আর এক প্রভাবশালী নায়ককে মেসেজ করেন তিনি। টলিপাড়ায় লম্বা নায়কের এমনিতেই অভাব। তাঁর আবার একটু ‘টল, ডার্ক, হ্যান্ডসাম’ মানুষ পছন্দ। তাই সেই নায়ককেও মাঝে মাঝেই নাকি মেসেজ করতেন।
তবে এখন নাকি সেই মেসেজ বন্ধ রয়েছে। মন-মেজাজ নাকি ভাল নেই তাঁর। প্রেমিকের সঙ্গে ঝামেলাই কি প্রভাব ফেলেছে তাঁর মনে? শোনা যায়, কোনও ফিল্মি পার্টিতে গিয়েও পরোক্ষ ভাবে অপমানিত হয়েছিলেন তিনি। টলিপাড়ারই আর এক নায়িকা নাকি তাঁকে ঠেলে সরিয়ে দিয়েছিলেন। প্রেমিকের পাশ থেকে সরে নিজে দাঁড়িয়ে পড়েন ছবি তোলার জন্য। তা নিয়েও ঘনিষ্ঠ মহলে হয়েছিল বিপুল চর্চা। তবে প্রকাশ্যে নিজেদের দূরত্ব কোনও দিনই বুঝতে দেন না তাঁরা। বরং ‘রিলেশনসিপ গোল’ বললে তাঁদের উদাহরণই অনেক ক্ষেত্রে দেওয়া হয়। এই সম্পর্ক এখন কোন দিকে গড়ায় সেটাই দেখার।