বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন গোবিন্দ এবং তাঁর স্ত্রী সুনীতা, জল্পনা এমনই। গত ২৪ ঘণ্টা ধরে সমাজমাধ্যমের পাতায় এই নিয়ে আলোচনা তুঙ্গে। অসমর্থিত সূত্রের খবর, বলিউড তারকার বিরুদ্ধে বান্দ্রা আদালতে মামলা করেছেন তারকা-পত্নী। তারকা দম্পতির বিবাহবিচ্ছেদের জল্পনার মাঝে মুখ খুললেন গোবিন্দর আপ্তসহায়ক শশী। সব খবর ভুল বলে উড়িয়ে দিয়েছেন তিনি। শশীর দাবি, প্রত্যেক দম্পতির মধ্যে ভুল বোঝাবুঝি হয়। আর এখন যে বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, তা অনেক পুরনো ঘটনা। বিষয়টিকে আরও ‘মুখরোচক’ করে উপস্থাপন করা হচ্ছে দর্শকের কাছে।
শশী যোগ করেন, “গোবিন্দর মতো মানুষ, যিনি কারও উপর জোরে কথা বলতে পারেন না, তাঁর বিরুদ্ধে কিনা গার্হস্থ্য হিংসা, ব্যভিচারের অভিযোগ! আমি ওঁর সঙ্গে বহু দিন ধরে কাজ করছি। এখন ওঁর চরিত্র, আচার-আচরণ নিয়ে যে ধরনের অভিযোগ উঠছে সেটা আমি মানতে পারব না। সবটা মিথ্যা। এগুলো সব পুরনো ঘটনা। এখন তো ওঁরা, স্বামী-স্ত্রী একসঙ্গে কাজও করছেন।”
বিতর্কের মাঝে কী বলেছেন অভিনেতার আইনজীবী? বলেন, “সব সমস্যা মিটে গিয়েছে। এসব আগের জিনিস, লোক এখন সামনে আনছেন। সামনেই গণেশ চতুর্থী আসছে। ওঁদের একসঙ্গে দেখতে পাবেন আপনারা।’’ এক দিকে স্বস্তি অনুরাগীদের যে, গোবিন্দর ঘর ভাঙছে না। কিন্তু তাঁদের দাম্পত্য জীবন যে টলমল, বকলমে সে কথা স্বীকার করে নিয়েছেন আইনজীবী।