অভিনেতা উদয় প্রতাপ সিংহ এই মুহূর্তে ছোটপর্দার অন্যতম আলোচিত অভিনেতা। ‘পরিণীতা’ ধারাবাহিকের রায়ান এখন সকলের প্রিয়। অন্য দিকে উদয়ের স্ত্রী অনামিকা চক্রবর্তীকে অনেক দিন সে ভাবে ধারাবাহিকে দেখা যায়নি। তাতেই দুইয়ে দুইয়ে চার করেছেন অনেকে। নায়ক-নায়িকার ব্যক্তিগত সম্পর্ক নিয়ে প্রশ্ন তুলেছে দর্শকের একাংশ।
সম্প্রতি স্বামী উদয়ের সঙ্গে থাকা সব ছবি সমাজমাধ্যম থেকে মুছে দেন অনামিকা। তার পরেই যত আলোচনার সূত্রপাত। তা হলে কি উদয়ের সাফল্যে খুশি নন অভিনেত্রী? যদিও উদয় এ সব কথা মানতে নারাজ। তিনি বললেন, “সমাজে যাঁরা একটু পরিচিত মুখ তাঁদের কম-বেশি অনেক কিছুরই সম্মুখীন হতে হয়। আমাদের বিচ্ছেদ হচ্ছে না। আর এই আলোচনা বিন্দুমাত্র আমাদের উপর প্রভাব ফেলে না।”
একই সুর স্ত্রী অনামিকার কণ্ঠেও। কাউকে কোনও উত্তর দিতে রাজি নন তিনি। অভিনেত্রী বললেন, “সমাজমাধ্যমের পাতাটা আমার কাজের জায়গা। সেখানে ব্যক্তিগত জীবনকে তুলে ধরার কোনও বাসনা নেই আমার। আর যদি কিছু হয়েও থাকে বাইরের কাউকে জবাব বা কৈফিয়ত দিতে রাজি নই আমি। একান্তই আমার ব্যক্তিগত বিষয়। মানুষ যা পারছে তাই লিখে দেয় আজকাল। কাউকে কোনও জবাব আমি দেব না।” তবে উদয় কোনও আলোচনাতেই বিচলিত নন। তিনি মনে করেন, প্রত্যেক অভিনেতাকেই এই ধরনের পরিস্থিতির সম্মুখীন হতে হয়। সুতরাং এগুলো নিয়ে চিন্তিত হওয়া মানে সময় নষ্ট।