তিনি অভিনেতা। তিনি স্টার। তিনি বলিউডের অভিভাবক সম। তিনি অমিতাভ বচ্চন। তাঁর কাছে প্রত্যাশার পাহাড় রয়েছে অনুগামীদের। বাবা যে হেতু বিখ্যাত অভিনেতা ছেলেও সেই পেশায় আসবেন এবং সফল হবেন এই আশা করেছিলেন বচ্চন অনুরাগীরা। অভিষেকের মা জয়াও তো তুখড় অভিনেত্রী। তাই বচ্চনদের জিনেই রয়েছে অভিনয় সত্ত্বা। এমনটাই ভেবেছিলেন সিনে দর্শক।
আরও পড়ুন, মেয়ে নিশাই সোশ্যাল মিডিয়ায় ট্রোল করল কাজলকে!
কিন্তু না! সে আশা পূরণ হয়নি। ছেলে অভিষেক অভিনয়কেই পেশা হিসেবে বেছে নিয়েছেন ঠিকই। কিন্তু বাবার মতো সফল তিনি নন। বরং প্রতিপদে বাবার সঙ্গে তুলনা শুনতে শুনতে তিনি ক্লান্ত। বচ্চনদের জনপ্রিয়তার বোঝা নিতে নিতে কার্যত ব্যর্থ তাঁর কেরিয়ারগ্রাফ। এতদিনে এ কথা প্রকাশ্যে স্বীকার করলেন খোদ বিগ বি।
আরও পড়ুন, ‘প্রিয়ঙ্কার সঙ্গে সমস্যা থাকলে ফোন করে মিটিয়ে নেব’
গতকাল ছিল অভিষেকের জন্মদিন। পার্সোনাল ব্লগে অভিষেককে নিয়ে কিছু কথা লিখতে গিয়ে ইমোশনাল হয়ে পড়েন অমিতাভ। তিনি লেখেন, ‘‘অভিষেক জন্ম থেকেই শুনছে ও অমিতাভ বচ্চনের ছেলে। সেলিব্রিটি। এমন একটা বয়স থেকে এই কথাটা ও শুনেছে যখন সেলেব শব্দটার মানেই বোঝে না।’’ অমিতাভ জানিয়েছেন, একজন পাবলিক ফিগারের সন্তান হিসেবে কিছু দায়িত্ব বা বোঝা ছোট থেকেই অভিষেকের ওপর ছিল। এখনও পর্যন্ত ও সেগুলোকে পালন করে যাচ্ছে। তাঁর কথায়, ‘‘আমার বাবা হিন্দি কবি হরিবংশ রাই বচ্চনও একজন বিখ্যাত ব্যক্তি ছিলেন। ফলে অভিষেকের সমস্যাটা আমি বুঝি।’’