Advertisement
E-Paper

‘অন্যতম বড় ভুল’ কোন ছবি পোস্ট করে বললেন অমিতাভ

সেই অমিতাভই সম্প্রতি নিজের একটি ছবি পোস্ট করাকে জীবনের সবচেয়ে বড় ভুল বলে উল্লেখ করলেন

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৮ মার্চ ২০১৯ ১৫:৪১
অমিতাভ বচ্চন। ফাইল চিত্র।

অমিতাভ বচ্চন। ফাইল চিত্র।

বিগ বি। বলিউডের শাহেনশা। অনুরাগীদের জন্য ব্লগ লেখা থেকে শুরু করে নিজের থ্রোব্যাক ছবি, সবকিছু নিয়েই সোশ্যাল মিডিয়ায় দিব্যি সক্রিয় তিনি। অমিতাভ বচ্চনের ফলোয়ার সংখ্যা টুইটারে রোজই বাড়ছে, বলছে সমীক্ষাও।

সেই অমিতাভই সম্প্রতি নিজের একটি ছবি পোস্ট করাকে জীবনের সবচেয়ে বড় ভুল বলে উল্লেখ করলেন। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা সেই ছবিতে সুইমিং সুট পরা বিগ বি-কে দেখা যাচ্ছে।

মাস খানেক আগে অমিতাভ বচ্চন নিজের দু’টি ছবি পর পর ইনস্টাগ্রামে শেয়ার করেছিলেন। প্রথম ছবির ক্যাপশনে তিনি লিখেছিলেন, ‘টপ হাফ’। সেই ছবিতে অমিতাভের কোমর পর্যন্ত দেখা যাচ্ছিল।

দেখুন, বিনোদনের নানা কুইজ

ঠিক তার পরেই দ্বিতীয় ছবি পোস্ট করেন তিনি। সেই ছবিতে সুইমিং ট্রাঙ্ক পরেছিলেন বিগ বি। চোখে ছিল রোদচশমা। অমিতাভ জানিয়েছেন, সে বারই প্রথম বার মরিশাস গিয়েছিলেন তিনি।

আরও পড়ুন: ২৫০ কোটি, ১৩৫ কোটি, ১০০ কোটি...বছরের শুরুতেই চার-ছক্কার বন্যা বলিউডের ব্যাটে

পোস্টে অমিতাভ লিখেছিলেন, এত আতিথেয়তা, সেই সব মুহূর্ত, একেবারে ভোলা যায় না। সমুদ্রে নামার পর একটা মাছ কামড়েছিল তাঁকে।

.. the top half

A post shared by Amitabh Bachchan (@amitabhbachchan) on

সেই কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমার ওই আউটফিট, খোলা পা ওই মাছের একেবারে পছন্দ হয়নি নিশ্চয়ই।’

আরও পড়ুন: হবু স্ত্রীর সঙ্গে অম্বানী-পুত্রের তুমুল নাচ, ভাইরাল ভিডিয়ো

এর পর নিজের একটি ছবির প্রচারে এসে তিনি বলেন, ওই ছবি আপলোড করা তাঁর ভুল হয়েছে। ছবিটা সম্প্রতি তাঁকে এক আলোকচিত্রী পাঠিয়েছিলেন, এমনটাও বলেন অমিতাভ। তিনি বলেন, “ছবিটা আপলোড করার পরই বুঝতে পারি ভুল হয়েছে।”

.. the beach comber in Mauritius .. my first visit ..

A post shared by Amitabh Bachchan (@amitabhbachchan) on

Bollywood Amitabh Bachchan Instagram Social Media
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy