অভিনয়ে আগেই এসেছেন অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দ। তবে পরিচালক শ্রীরাম রাঘবনের জমজমাট বাণিজ্যিক ছবি দিয়ে এ বার বড় পর্দায় পা রাখলেন নাতি অগস্ত্য। নিজের ছবি ‘ইক্কিস’-এর প্রচারে তিনি গিয়েছিলেন দাদু অমিতাভের অনুষ্ঠান ‘কেবিসি’তে। সেখানে অগস্ত্যের সঙ্গে ছিলেন তাঁর ছবির নায়িকা সিমর ভাটিয়া। সেখানে নাতির সঙ্গে নায়িকার ‘সমীকরণ’ দেখে অমিতাভ খানিক রসিকতা করেই বলেন, ‘‘এমনটা করতে জীবনে দেখিনি!’’
অগস্ত্যের সঙ্গে শাহরুখ-কন্যা সুহানা খানের ঘনিষ্ঠতার কথা বলিউডের সকলেরই প্রায় জানা। বিভিন্ন সময় দেশ-বিদেশে তাঁদের একসঙ্গে দেখা গিয়েছে। তবে ‘কেবিসি’তে ছবির প্রচারে এসে নায়িকার শাড়ির আঁচল ঠিক করে দিতে দেখা যায় অগস্ত্যকে। সেটা দেখেই অমিতাভ নানা রসিকতা করতে থাকলে মাথা নিচু করেন, লজ্জায় লাল হয়ে যান শ্বেতাপুত্র।
নাতির ছবি দেখে প্রশংসা পঞ্চমুখ দাদু। তিনি লেখেন, ‘‘পর্দায় ওকে দেখে চোখ ফেরাতে পারছিলাম না। ওর সহজ উপস্থিতি ও জীবনবোধ এই সব কিছুই যেন অরুণ ক্ষেত্রপালের চরিত্রটার জন্য প্রয়োজন ছিল। গর্বিত।’’