আদৃত রায় এবং সুপ্রিয়া মণ্ডলের বিয়ে নিয়ে মাতামাতি শুরু হয় গত বছরের মাঝামাঝি থেকে। বন্ধুদের মধ্যেও উত্তেজনা ছিল তুঙ্গে। কিন্তু পিঁড়িতে বসার আগেই ভেঙে গেল সম্পর্ক। ভেস্তে গেল বিয়ে। শুধু তা-ই নয়, অন্য বিয়ে করতে চলেছেন সুপ্রিয়া। বুধবার আংটি বদল করলেন তাঁর বর্তমান প্রেমিকের সঙ্গে।
টেলিপাড়ার খবর, সম্পর্ক ভাঙার কারণ নাকি আদৃতই। তিনি এত তাড়াতাড়ি বিয়ে করতে রাজি ছিলেন না। অভিনয় জীবনের দিকে আরও বেশি করে মন দিতে চান 'মিঠাই'-এর নায়ক। দিও আদৃত বা সুপ্রিয়া কারও সঙ্গেই যোগাযোগ করা যায়নি এই বিষয়ে।