প্রাক্তন প্রেমিকা নোরা ফতেহির সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন অভিনেতা অঙ্গদ বেদী। কিছু দিন আগে এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেতা বলেন, “যে কোনও সম্পর্কেই পারস্পরিক সম্মান থাকা উচিত। সব সম্পর্কই যে সফল হবে এমনটা নয়। যদি তা হয় তো খুবই ভাল। যদি না হয় তবে তা খুবই দুঃখজনক। নোরা খুবই মিষ্টি মেয়ে। ব্যক্তিগত জীবনেও ও খুবই ভাল কাজ করছে।”
নোরার বলিউড সাকসেসেও খুশি অঙ্গদ। তাঁর কাজ যে সর্বস্তরে প্রশংসিত হচ্ছে তা নিয়েও গর্বিত অভিনেতা। ভবিষ্যতের জন্যও নোরাকে অনেক ভালবাসা আর শুভেচ্ছা জানিয়েছেন তিনি। তবে পাশাপাশি অঙ্গদ এ-ও জানান, ব্রেক-আপের পর অনেক কঠিন সময়ের মধ্য দিয়ে তাঁকে যেতে হয়েছে। আর সম্পর্কের সেই ‘হার্ডশিপ’-ই মানুষ হিসেবে অনেকটাই বদলে দিয়েছেন তাঁকে।
আরও পড়ুন-পুজোর কলকাতায় খুনের কিনারায় ‘সত্যান্বেষী ব্যোমকেশ’!