রাখঢাক করেননি কোনওদিনই। প্রথম থেকেই স্বীকার করে নিয়েছেন সম্পর্কের কথা। অনিন্দিতা বসু এবং সৌরভ দাস, হালফিলে যাকে নেটিজেনরা ‘মন্টু পাইলট’ বলেই ডাকছে। আজ সৌরভের জন্মদিনে আদরে ভরিয়ে দিলেন অনিন্দিতা।
ইনস্টাগ্রামে লিপলকের ঘনিষ্ঠ ছবি শেয়ার করে অনিন্দিতা লেখেন, ‘ঈশ্বরকে অনেক ধন্যবাদ যে তুমি জন্মেছিলে। হ্যাপি বার্থডে বেবি। খুব ভালবাসি তোমায়।’
তাঁদের ওই ছবি নেটপাড়ায় রীতিমতো ভাইরাল। অনুরাগীরা লিখেছেন, ‘একসঙ্গে কী কিউট লাগছে তোমাদের।