পকেটে হাত, চোখে চশমা। স্কুলের পোশাক পরা এই ছেলেটিকে চিনতে পারছেন? ইনি কিন্তু টলিউডের জনপ্রিয় নায়ক। বিষয়টি একটু সহজ করে দেওয়া যাক। দেওয়া থাকল কয়েকটি সূত্র।
১। পর্দায় এই নায়কের ‘ম্যাজিক’-এ মুগ্ধ তাঁর অনুরাগীরা।
২। ২০১০ সালে বড় পর্দায় পদার্পণ করেই ‘কেল্লাফতে’ করেন তিনি।
৩। সাম্প্রতিক কালে একটি নাচের অনুষ্ঠানে সঞ্চালনা করে প্রশংসা কুড়িয়েছেন তিনি।
৪। অভিনয়ের সঙ্গে তাঁর নাচের অনুরাগীর সংখ্যা নেহাত কম নয়।