বেশি দেরি নেই। খুব শীঘ্রই গোয়ায় প্রেমিক সুরজ নাম্বিয়ারের সঙ্গে সাত পাক ঘুরবেন অভিনেত্রী মৌনী রায়। করোনা পরিস্থিতিতে ৫০ জন অতিথিকে নিয়ে বিয়ের অনুষ্ঠান সারবেন তাঁরা। কিন্তু জানেন কি, বঙ্গতনয়ার বিয়ের অতিথি তালিকায় স্থান পেলেন কোন কোন তারকা?
সূত্রের খবর, মৌনীর বিশেষ দিনের সাক্ষী থাকবেন কর্ণ জোহর, একতা কপূর এবং মণীশ মলহোত্রের মতো তারকারা। এ ছাড়াও ছোট পর্দার বেশ কয়েক জন অভিনেতাকে আমন্ত্রণ জানাবেন বঙ্গতনয়া। অনুষ্ঠানে প্রবেশ করতে অতিথিদের দেখাতে হবে আরটি-পিসিআর পরীক্ষার রিপোর্ট। ভিকি কৌশল এবং ক্যাটরিনা কইফের বিয়েতেও অতিথিদের জন্য ছিল একই নিয়ম।