হিমাচল প্রদেশের পাহাড়ি রাস্তা। চারদিকে আকাশছোঁয়া গাছের ভিড়। তার মাঝখানেই দাঁড়িয়ে অঙ্কুশ। তবে একা নন। নায়কের কোল জুড়ে রয়েছে তাঁর ‘সুন্দরী’।
ক্যামেরার দিকে তাকিয়ে অঙ্কুশ বোঝানোর চেষ্টা করছেন ‘সুন্দরী’ কতটা সুন্দর। প্রতি মুহূর্তে অজস্র চুমুতে ভরিয়ে দিচ্ছে তাকে। কিন্তু জানেন কি এই ‘সুন্দরী’টি কে?
না না, ঐন্দ্রিলা নন। অঙ্কুশ যাকে আদরে ভরাচ্ছেন, সে আদলে একটি পাহাড়ি ভেড়া। তার নাম সুন্দরী। ঘুরতে গিয়ে এই নতুন সঙ্গীর সঙ্গে পথেই আলাপ অভিনেতার। তার সঙ্গে কাটানো মুহূর্তের ঝলক শেয়ার করে নিলেন ইনস্টাগ্রাম পেজে।
একদিকে অঙ্কুশ যখন ব্যস্ত তাঁর ‘সুন্দরী’কে নিয়ে, ঐন্দ্রিলাই বা একা থাকেন কী করে! সঙ্গী খুঁজে নিলেন তিনিও। ভালবেসে তাকে ডাকলেন ‘চাঙ্কু বেবি’। কোলে নিয়ে তাকে আদরে ভরিয়ে দিলেন অভিনেত্রী। এই ‘বেবি’ আসলে একটি খরগোশ। তার বয়স মাত্র ৯ মাস। ঐন্দ্রিলা যখন তাকে নিয়ে ভিডিয়ো করতে ব্যস্ত, সে তখন নিজের মনেই তার খাবার খেয়ে চলেছে।