Advertisement
E-Paper

মণ্ডী-তে জয়ী কঙ্গনাকে নিয়ে বড় পোস্ট অনুপমের! ‘রকস্টার’ বলে সম্বোধন কেন অভিনেত্রীকে?

কঙ্গনার জয় নিয়ে এ বার সমাজমাধ্যমে ‘আবেগঘন’ পোস্ট করলেন অভিনেতা অনুপম খের।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৫ জুন ২০২৪ ১৬:১৯
Anupam Kher lauds Kangana Ranaut after she wins in Mandi

কঙ্গনা রানাউত ও অনুপম খের। ছবি-সংগৃহীত।

রাজনীতির ময়দানে পা রেখেই জয়ী হয়েছেন অভিনেত্রী কঙ্গনা রানাউত। হিমাচল প্রদেশের ‘মণ্ডীতে ৭০ হাজার ভোটে জিতেছেন বিজেপি প্রার্থী তথা অভিনেত্রী। কঙ্গনার জয় নিয়ে এ বার সমাজমাধ্যমে ‘আবেগঘন’ পোস্ট করলেন অভিনেতা অনুপম খের।

এই পোস্টে কঙ্গনাকে ‘রকস্টার’ বলে সম্বোধন করেছেন অভিনেতা। অনুপম খের লিখেছেন, ‘‘প্রিয় কঙ্গনা, তুমি এক জন ‘রকস্টার’। তোমার এই সফর সত্যিই অনুপ্রেরণা দেয়। তোমার জন্য এবং মণ্ডী-সহ হিমাচল প্রদেশের জন্য সত্যিই খুব খুশি আমি। তুমি প্রমাণ করে দিয়েছ, কেউ যদি নিজের লক্ষ্যে স্থির থাকেন এবং পরিশ্রম করেন, তা হলে যা খুশি ঘটে যেতে পারে। জয় হো!’’

লোকসভা নির্বাচনে জয়ী হয়ে সমাজমাধ্যমে নিজেও পোস্ট করেছিলেন কঙ্গনা। তিনি লিখেছিলেন, ‘‘ভালবাসা দেওয়ার জন্য ও আমার উপর বিশ্বাস রাখার জন্য মণ্ডীর মানুষকে কৃতজ্ঞতা জানাই। এই জয় আপনাদের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপর বিশ্বাস রাখার জন্য এই জয়। এই জয় সনাতন ধর্মের। এটা গোটা মণ্ডীর জয়।’’

নির্বাচনের ফলপ্রকাশের দিন সকাল থেকেই পুজো-আচ্চা নিয়ে ছিলেন কঙ্গনা। নিজের বাড়িতে পুজো সেরে মায়ের সঙ্গে মন্দিরে পৌঁছে গিয়েছিলেন তিনি। মন্দিরে পুজো দেওয়ার পরে সংবাদমাধ্যমকে কঙ্গনা বলেন, ‘‘পুরো দেশে মোদীর ঝড়ই বইছে। আগেও তা-ই বলেছিলাম। আমাদের হিমাচল প্রদেশেও একই চিত্র। আমার সৌভাগ্য যে, বিজেপি এক মেয়েকে লড়ার সুযোগ দিয়েছে।’’

জয়ী হওয়ার পরে কঙ্গনা বলেন, ‘‘এখনই ব্যাগ গুছিয়ে হিমাচল ছাড়া উচিত কংগ্রেস প্রার্থীর।’’ তিনি যোগ করেন, ‘‘এক মহিলা সম্পর্কে এত খারাপ কথা যাঁরা বলেন, তাঁদের পরিণতি ভোগ করতেই হবে। আমরা ব্যাপক ভাবে জিতেছি। মণ্ডী নিজের মেয়েদের অপমানের সহ্য করে না।’’

Anupam Kher Kangana Ranaut Lok Sabha Election
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy