Advertisement
২৭ নভেম্বর ২০২২
Anupama Parameswaran

ভারতীয় দলের বিশ্বকাপ তারকা নাকি এই দক্ষিণী নায়িকার ‘ভাল বন্ধু’!

ছবির জগতের সঙ্গে ক্রিকেটের যেন একটু বিশেষ সম্পর্ক। শর্মিলা ঠাকুর ও মনসুর আলি খান পটৌডী থেকে হালের বিরাট কোহালি ও অনু্ষ্কা শর্মারা এর বড় প্রমাণ। এ বার এক দক্ষিণী নায়িকার সঙ্গে নাম জড়াল ভারতীয় এক ক্রিকেটারের।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১২ জুন ২০১৯ ১৫:২৬
Share: Save:
০১ ১৫
ছবির জগতের সঙ্গে ক্রিকেটের যেন একটু বিশেষ সম্পর্ক। শর্মিলা ঠাকুর ও মনসুর আলি খান পটৌডী থেকে হালের বিরাট কোহালি ও অনু্ষ্কা শর্মারা এর বড় প্রমাণ। এ বার এক দক্ষিণী নায়িকার সঙ্গে নাম জড়াল ভারতীয় এক ক্রিকেটারের।

ছবির জগতের সঙ্গে ক্রিকেটের যেন একটু বিশেষ সম্পর্ক। শর্মিলা ঠাকুর ও মনসুর আলি খান পটৌডী থেকে হালের বিরাট কোহালি ও অনু্ষ্কা শর্মারা এর বড় প্রমাণ। এ বার এক দক্ষিণী নায়িকার সঙ্গে নাম জড়াল ভারতীয় এক ক্রিকেটারের।

০২ ১৫
এই তরুণীর সঙ্গে নাকি গভীর বন্ধুত্ব রয়েছে এই ক্রিকেটারের।

এই তরুণীর সঙ্গে নাকি গভীর বন্ধুত্ব রয়েছে এই ক্রিকেটারের।

০৩ ১৫
দক্ষিণ ভারতীয় এই নায়িকা ধনুষের সঙ্গে একটি ছবিতে কাজ করে জনপ্রিয় হয়েছেন।

দক্ষিণ ভারতীয় এই নায়িকা ধনুষের সঙ্গে একটি ছবিতে কাজ করে জনপ্রিয় হয়েছেন।

০৪ ১৫
এই নায়িকার নাম অনুপমা পরমেশ্বরন।

এই নায়িকার নাম অনুপমা পরমেশ্বরন।

০৫ ১৫
কেরলেই বড় হয়েছেন অনুপমা। কোট্টায়মের সিএমএস কলেজ থেকে ইংরেজি নিয়ে পড়াশোনা করেছেন তিনি।  

কেরলেই বড় হয়েছেন অনুপমা। কোট্টায়মের সিএমএস কলেজ থেকে ইংরেজি নিয়ে পড়াশোনা করেছেন তিনি।  

০৬ ১৫
‘প্রেমাম’ ছিল তাঁর ডেবিউ ছবি। মালয়ালম ও তেলুগু, দু’টি ভাষার ছবিতেই অভিনয় করেছেন তিনি।

‘প্রেমাম’ ছিল তাঁর ডেবিউ ছবি। মালয়ালম ও তেলুগু, দু’টি ভাষার ছবিতেই অভিনয় করেছেন তিনি।

০৭ ১৫
‘সতামনম ভবতি’ নামের একটি ছবিতে সমালোচকদের প্রশংসা পেয়েছিলেন তিনি।

‘সতামনম ভবতি’ নামের একটি ছবিতে সমালোচকদের প্রশংসা পেয়েছিলেন তিনি।

০৮ ১৫
চার বছরের কেরিয়ারে এখনও পর্যন্ত ১৩টি ছবিতে অভিনয় করেছেন তিনি।

চার বছরের কেরিয়ারে এখনও পর্যন্ত ১৩টি ছবিতে অভিনয় করেছেন তিনি।

০৯ ১৫
‘নটসার্বভৌম’ নামে একটি কন্নড় ছবিতেও কাজ করেন তিনি।

‘নটসার্বভৌম’ নামে একটি কন্নড় ছবিতেও কাজ করেন তিনি।

১০ ১৫
মাত্র ৪ বছরের কেরিয়ারেই ৭টি পুরস্কার পেয়েছেন অনুপমা। ভারতীয় এই ক্রিকেটারের সঙ্গে তাঁর আলাপ কী ভাবে?

মাত্র ৪ বছরের কেরিয়ারেই ৭টি পুরস্কার পেয়েছেন অনুপমা। ভারতীয় এই ক্রিকেটারের সঙ্গে তাঁর আলাপ কী ভাবে?

১১ ১৫
সোশ্যাল মিডিয়ায় নাকি চুপিচুপি একে অপরের সব পোস্টেই তাঁরা লাইক দিতেন। হঠাত্ই তা নাকি এক বন্ধুর চোখে পড়ে যায়।

সোশ্যাল মিডিয়ায় নাকি চুপিচুপি একে অপরের সব পোস্টেই তাঁরা লাইক দিতেন। হঠাত্ই তা নাকি এক বন্ধুর চোখে পড়ে যায়।

১২ ১৫
অনুপমা যদিও বলেছেন ভারতীয় এই ক্রিকেটার তাঁর খুব ভাল বন্ধু। অন্য কোনও সম্পর্কের নাকি কোনও অবকাশ নেই। যদিও তাঁদের এক সঙ্গে ছবি কোথাও কখনও দেখা যায়নি।

অনুপমা যদিও বলেছেন ভারতীয় এই ক্রিকেটার তাঁর খুব ভাল বন্ধু। অন্য কোনও সম্পর্কের নাকি কোনও অবকাশ নেই। যদিও তাঁদের এক সঙ্গে ছবি কোথাও কখনও দেখা যায়নি।

১৩ ১৫
এই ভারতীয় ক্রিকেটার তিন ফরম্যাটের ক্রিকেটেই অন্যতম সেরা পেসার। তাঁর সঙ্গেই নাকি ‘বন্ধুত্ব’ এই নায়িকার।

এই ভারতীয় ক্রিকেটার তিন ফরম্যাটের ক্রিকেটেই অন্যতম সেরা পেসার। তাঁর সঙ্গেই নাকি ‘বন্ধুত্ব’ এই নায়িকার।

১৪ ১৫
এ বার চিনতে পারছেন? যশপ্রীত বুমরার সঙ্গেই নাকি বিশেষ বন্ধুত্ব রয়েছে দক্ষিণী নায়িকা অনুপমার।

এ বার চিনতে পারছেন? যশপ্রীত বুমরার সঙ্গেই নাকি বিশেষ বন্ধুত্ব রয়েছে দক্ষিণী নায়িকা অনুপমার।

১৫ ১৫
বুমরা যদিও দক্ষিণ ভারতীয় একটি দৈনিককে বলেছেন, ‘‘তিনি বরাবরই লাজুক, তবে কথা বলেন না এমন তো নয়।’’ কিন্তু প্রেম বা সম্পর্কের বিষয়ে নিয়ে তিনি নাকি কিছুই বলতে চাননি। এর আগে দক্ষিণ ভারতীয় নায়িকা রাশি খন্নার সঙ্গে তাঁর সম্পর্কের কথা রটায় প্রতিবাদ জানিয়েছিলেন অভিনেত্রী।

বুমরা যদিও দক্ষিণ ভারতীয় একটি দৈনিককে বলেছেন, ‘‘তিনি বরাবরই লাজুক, তবে কথা বলেন না এমন তো নয়।’’ কিন্তু প্রেম বা সম্পর্কের বিষয়ে নিয়ে তিনি নাকি কিছুই বলতে চাননি। এর আগে দক্ষিণ ভারতীয় নায়িকা রাশি খন্নার সঙ্গে তাঁর সম্পর্কের কথা রটায় প্রতিবাদ জানিয়েছিলেন অভিনেত্রী।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
আরও গ্যালারি

Share this article

CLOSE
Popup Close
Something isn't right! Please refresh.