ফের জুটি বাঁধতে চলেছেন অনুরাগ কশ্যপ এবং তাপসী পান্নু। এ বার একসঙ্গে অভিনয় করতে দেখা যাবে তাঁদের। ছবির নাম ‘দোবারা’।
ইনস্টাগ্রামে নতুন ছবির টিজার শেয়ার করলেন তাপসী।
২০১৮ সালে অনুরাগের সঙ্গে ‘মনমরজিয়া’ ছবিতে কাজ করেছিলেন তাপসী। তখন যদিও একজন পর্দার সামনে এবং অপরজন পরিচালকের আসনে ছিলেন। পুরোদস্তুর প্রেমের ছবির পর ফের নিজের ঘরনায় ফিরে এলেন অনুরাগ। থ্রিলারের মোড়কে দর্শকদের কাছে নিয়ে আসতে চলেছেন ‘দোবারা’। পরিচালকের কথায়, “এই ছবির মাধ্যমে আমরা পুরোপুরি নতুন ধরনের গল্প আনতে চাই দর্শকের কাছে। এটা তাপসীর সঙ্গে আমার তৃতীয় কাজ। আমরা থ্রিলার ঘরানায় অন্য রকম কিছু একটা করার চেষ্টা করছি।”