Advertisement
E-Paper

ওজন নিয়ে কটাক্ষ বিপাশাকে! অন্তঃসত্ত্বা হওয়ার আগে শরীরের গড়ন নিয়ে চিন্তায় থাকতেন অনুষ্কা

সন্তানধারণের পরে শরীরে বদল আসে। বাড়ে মেদ ও ওজন। শরীরে স্ট্রেচমার্কও তখন শরীরের স্বাভাবিক সঙ্গী। সম্প্রতি বলিউডের আর এক অভিনেত্রী বিপাশা বসু একই কারণে নেটপাড়ায় কটাক্ষের শিকার হয়েছেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ জুন ২০২৫ ১৮:১৫
Anushka Sharma once revealed that she was worried about her body after pregnancy

(বাঁ দিকে) বিপাশা বসু, অনুষ্কা শর্মা। ছবি: সংগৃহীত।

নিজের শরীর নিয়ে একটা সময় নিরাপত্তাহীনতায় ভুগতে শুরু করেছিলেন অনুষ্কা শর্মা। এমনকি, নিজের শরীরের গড়ন নিয়ে বিরক্ত হতেন। সাধারণত ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা কথা বলেন না তিনি। তবে এক সাক্ষাৎকারে সন্তানধারণ থেকে শরীরের গড়ন, সব নিয়ে খোলামেলা কথা বলেছিলেন অনুষ্কা।

সন্তানধারণের পরে শরীরে বদল আসে। বাড়ে মেদ ও ওজন। শরীরে স্ট্রেচমার্কও তখন শরীরের স্বাভবিক সঙ্গী। সম্প্রতি বলিউডের আর এক অভিনেত্রী বিপাশা বসু একই কারণে নেটপাড়ায় কটাক্ষের শিকার হয়েছেন। তবে বিপাশা কান দিচ্ছেন না সেই সব মন্তব্যে। কিন্তু সন্তানধারণের আগে শরীরের গড়ন নিয়ে আতঙ্কে থাকতেন অনুষ্কা। প্রথম সন্তান ভামিকার জন্মের পরে সাক্ষাৎকারে অনুষ্কা বলেছিলেন, “মহিলাদের চেহারার গড়ন নিয়ে মানুষের বিপুল প্রত্যাশা থাকে। এমনকি, মা হওয়ার সময়েও তাঁদের চেহারার গড়নের উপর মানুষের নজর থাকে। আমি নিজেকে নিয়ে খুবই আত্মবিশ্বাসী। কিন্তু আমিও ভয় পেয়েছিলাম। ভাবতাম, সন্তান জন্ম দেওয়ার পরে কি আমি নিজের শরীরকে ঘৃণা করব?”

তবে সন্তান হয়ে যাওয়ার পরে সেই আতঙ্ক কাটিয়ে উঠেছিলেন অনুষ্কা। তিনি বলেছিলেন, “আমি এখন বুঝতে পেরেছি, এটা একটা মানসিক স্থিতি। এটার সঙ্গে সৌন্দর্যের কোনও যোগ নেই।” চেহারায় বদল এলেও তা আর কোনও ভাবে প্রভাব ফেলতে পারে না বলে দাবি অভিনেত্রীর। তাঁর শুধু লক্ষ্য শারীরিক ভাবে সুস্থ ও সবল থাকা। বরং সন্তানধারণের পরে নিজের শরীর নিয়ে আত্মবিশ্বাস বেড়ে গিয়েছে। অনুষ্কার কথায়, “আগের মতো আর ভয় হয় না। আমি ছবি তুলে আর তাই দেখি না আর চেহারা নিয়ে ভাবিও না। যে সব মহিলা গড়নে তথাকথিত ভাবে সঠিক, তিনিও হয়তো নিজেকে নিয়ে পুরোপুরি আত্মবিশ্বাসী নন।”

Anushka Sharma Weight Gain Bipasha Basu
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy