Advertisement
E-Paper

অপু-বুবলীর প্রতিযোগিতা না কি মনের মিল! বাংলাদেশে বিমান দুর্ঘটনায় কী করলেন তাঁরা?

এ বার বাংলাদেশে বিমান দুর্ঘটনায় নিয়ে লক্ষণীয় মিল দুই সতীন অপু বিশ্বাস ও বুবলীর মধ্যে। কী করলেন তাঁরা?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ জুলাই ২০২৫ ২২:১১
Apu Biswas And Bubbly Post On Bangladesh Plane Crash incident

(বাঁ দিকে) অপু বিশ্বাস এবং শবনম বুবলী (ডান দিকে)। —ফাইল চিত্র।

শাকিব খানকে নিয়ে তাঁর দুই প্রাক্তন স্ত্রী অপু বিশ্বাস এবং শবনম বুবলীর দড়ি টানাটানি লেগেই আছে। অপু এবং বুবলীর অলিখিত ‘প্রতিযোগিতা’ যেন আরও স্পষ্ট হয়ে ওঠে সমাজমাধ্যমের পাতায়। এ ছাড়া প্রকাশ্যেও একে অপরকে কটাক্ষ করতে ছাড়েন না তাঁরা। এ বার সোমবার বাংলাদেশে বিমান দুর্ঘটনা নিয়ে লক্ষণীয় মিল দুই সতীনের। কী করলেন তাঁরা?

ঢাকায় স্কুলের উপর ভেঙে পড়ল বাংলাদেশ বায়ুসেনার একটি বিমান। ভেঙে পড়ার পরেই তাতে আগুন ধরে যায়। এই ঘটনায় প্রাণ হারিয়েছেন ১৯ জন। তাঁদের মধ্যে ১৬ জন পড়ুয়া, দু’জন শিক্ষক এবং ওই বিমানের চালক। দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অন্তত ১৬৪ জন। দগ্ধদের বেশির ভাগই শিক্ষার্থী। বাংলাদেশের স্থানীয় সময় দুপুর ১টা ৬ মিনিটে বিমানটি উড়েছিল। তার পরেই সেটি ভেঙে পড়ে ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপর। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, চিকিৎসাধীনদের মধ্যে বেশির ভাগই পড়ুয়া। হাসপাতালের তরফে জখমদের নামও প্রকাশ করা হয়েছে। উত্তরার ওই মাইলস্টোন স্কুল ও কলেজ ভবনের বাইরে জড়ো হয়েছেন উদ্বিগ্ন অভিভাবকেরা। এই ঘটনায় শোক প্রকাশ করেছেন বাংলাদেশের তারকারা। যাঁদের মধ্যে অন্যতম অপু বিশ্বাস ও বুবলী।

বিকেল ৪টের সময় নিজের ফেসবুক অপু বিশ্বাস লিখেন, ‘উত্তরা দিয়াবাড়ি মাইলস্টোন কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনা। আজ স্কুল ছুটির ঠিক মুহূর্তে দিয়াবাড়ি মাইলস্টোন কলেজ ক্যাম্পাসের একটি ভবনের উপর বিমান বিধ্বস্ত হয়েছে। ভবনটিতে ছোট ছোট শিশুদের ক্লাস হত। ক্লাস শেষে ছুটির সময়ে ঘটে যাওয়া এই মর্মান্তিক দুর্ঘটনায় অনেক নিরীহ শিশু ও শিক্ষক পুড়ে মারাত্মক ভাবে জখম হয়েছেন। এই সন্তানেরা আমাদেরই সন্তান। আমাদের সবার দায়িত্ব এখন তাদের পাশে দাঁড়ানো। রক্তের প্রয়োজন হতে পারে, আপনার রক্ত দান করে একটি প্রাণ বাঁচাতে পারেন।’’ ঠিক ৪টে নাগাদই বুবলীও সমবেদনা জানিয়ে লেখেন, ‘‘আল্লাহ আপনি সহায় হোন, এই নিষ্পাপ বাচ্চাগুলোকে রক্ষা করুন, সকল মা-বাবাকে ধৈর্য দান করুন।’’

Bangladesh Plane Plane Crash Apu Biswas Shobnom Bubly Shakib Khan
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy