বিয়ে ভাঙছে ছোট পর্দার অভিনেতা জিতু কমল-নবনীতা দাসের? সোশ্যাল মিডিয়ায় তেমনই একটি ভিডিয়ো গতকাল থেকে ভাইরাল। কী দেখাচ্ছে ক্লিপিংস? ভিডিয়োয় জিতুকে প্রশ্ন করা হয়েছে, তাঁর নাকি ডিভোর্স আসন্ন? জিতুকে বলতে শোনা গিয়েছে, যাঁদের হাতে অফুরন্ত সময় তাঁরা এই সব করেন। মন থেকে ভালবাসলে এ সব আসেই না! হ্যাঁ, একটু আধটু লড়াই-ঝগড়া হতেই পারে।
ভিডিয়ো দেখে নেটাগরিকেরা দ্বিধা বিভক্ত। একদল বলছেন, টিকটকের মতোই মজাদার ভিডিয়ো বানিয়েছেন জিতু কমল। অনুরাগীদের হাল্কা উদ্বেগ দিতে, কারণ পুরো ভিডিয়োতেই তিনি অন্যের ভয়েসে লিপ সিঙ্ক করেছেন।
আরেক দল বলছেন, তারকারা এভাবেই অনেক সময় গভীর কথা রসিকতার ছলে বলেন। যেমন ঘটেছে শ্রাবন্তী-রোশন সিংহের ক্ষেত্রে। একে অন্যকে সোশ্যাল পেজে আনফলো করার পর থেকেই সকলের প্রশ্ন এ বার তবে বিচ্ছেদ? যদিও এই নিয়ে ‘রা’ কাড়েননি শ্রাবন্তী-রোশন কেউই। উল্টে অভিনেত্রী ব্যস্ত তাঁর ‘দ্বিতীয় সন্তান’ নতুন জিম পার্লার নিয়ে।
কিন্তু এই ঘটনাই ছায়া ফেলেছে জিতু-নবনীতার অনুরাগীদের মনে। জিতু আবার লড়াইয়ের কথা জানিয়েছেন। তাহলে কি মনোমালিন্য শুরু হয়েছে মাত্র দু’বছর আগে বিয়ে হওয়া দম্পতির মধ্যে?
উত্তর মেলেনি। কারণ, দুই অভিনেতাই বন্ধ রেখেছেন তাঁদের ফোন। কিছুদিন আগেই আরেক টেলি কাপল গৌরব রায়চৌধুরী-শ্রীমা ভট্টাচার্যের সম্পর্কে দূরত্ব তৈরির খবর প্রথম জানিয়েছিল আনন্দবাজার ডিজিটাল।
আনলক পর্বে বিচ্ছেদ-ই কি তাহলে ‘নিউ নর্মাল’ হয়ে দাঁড়াচ্ছে?