শেষ হতে চলেছে অবন্তিকা-ইমরানের দীর্ঘ আট বছরের বিবাহিত জীবন? বিচ্ছেদের পথেই কি তবে হাঁটছেন তাঁরা? কানাঘুষোটা বলি পাড়ায় চলছিল অনেক দিন ধরেই। অবন্তিকা মালিক-এর ইনস্টা স্টোরি তা আরও একবার ঘনীভূত করে দিল।
শনিবার ইনস্টা অ্যাকাউন্ট থেকে মার্কিনী সঙ্গীত শিল্পী মর্গান হারপারের একটি উদ্ধৃতি শেয়ার করেছেন আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানের স্ত্রী অবন্তিকা মালিক। তাতে লেখা রয়েছে, ‘কিছু কিছু সময় ছেড়ে চলে যেতে হয়’। কী ছাড়ার ইঙ্গিত দিলেন অবন্তিকা? প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে!
ওই ইনস্টা স্টোরি-তে আরও লেখা রয়েছে, ‘চলে যাওয়ার সিদ্ধান্ত কখনই সহজ নয়। কিন্তু তা সত্ত্বেও চলে যেতে হয়। নিজেকে বিশ্বাস করাতে হয় তোমার সামনে আরও অনেক কিছু অপেক্ষা করছে।’