এর আগে অনেক বারই সুরকার রণজয় ভট্টাচার্যকে প্রশ্ন করেছে আনন্দবাজার ডট কম, তাঁর প্রেম বা বিরহের গানের যেন আলাদা মাধুর্য! কোন জাদুতে? তিনি কি প্রেমে পড়েছেন? সুরকার এই প্রসঙ্গ এড়িয়ে গিয়েছেন। কখনও জানিয়েছেন, তিনি সঙ্গীতের প্রেমে পড়েছেন। কখনও গানের কথা বা সুরের। সেই সঙ্গে এও জানিয়েছেন, জীবনে প্রেম বা বিরহ না থাকলে কি এই ধরনের গান খোলে?
খবর, রণজয় নাকি সত্যিই প্রেমে পড়েছেন! তাঁর মনের অনেকটা দখল করেছেন শাওনি মজুমদার! রণজয়ের ‘গোপনপ্রিয়া’ শাওনি বলিউডের বাসিন্দা। সুরকার, গায়ক এ আর রহমানের গানের দলের সঙ্গে যুক্ত তিনি। একসঙ্গে গায়িকা এবং সুরকারের ছবি প্রায়ই দেখা যায় সমাজমাধ্যমে। ফলে, তাঁদের নিয়ে গুঞ্জন নতুন নয়।
আরও জানা গিয়েছে তাঁর আর তাঁর প্রিয় গায়ক অরিজিৎ সিংহের ফের জুটি বাঁধার কথাও। এ বার তাঁদের গান শোনা যাবে অনিলাভ চট্টোপাধ্যায়ের আসন্ন ছবি ‘বেলা’য়। অরিজিতের কণ্ঠে কোন স্বাদের গান শুনবেন শ্রোতা? রণজয় জানিয়েছেন, এ বারেও বিরহের গান। গানটি কারও লিপে ব্যবহৃত হবে না। শোনা যাবে নেপথ্যে।
সুরকারের প্রেম বা বিরহের গান ইদানীং সঙ্গীতপ্রেমীদের পছন্দের তালিকায়। সেটা ‘প্রেমে পড়া বারণ’ হতে পারে। অথবা ‘কেন রোদের মতো হাসলে না’। যদিও এই দুটো গানের কোনওটাতেই অরিজিৎ কণ্ঠ দেননি। জুটির সাম্প্রতিক গান ‘জিয়া তুই ছাড়া’। ‘বিবাহ বিভ্রাট’ ছবিতে ব্যবহৃত গানটিও জনপ্রিয়। রাগাশ্রয়ী গানটির পরতে পরতে প্রেমের সুর।
আরও পড়ুন:
এই প্রসঙ্গেই প্রশ্ন, এই জনপ্রিয়তাই কি তাঁকে ফের অরিজিতের কথা ভাবতে বাধ্য করেছে? রণজয়ের মতে, “এই মুহূর্তে প্রেম বা বিরহের গানে অরিজিতের প্রতিদ্বন্দ্বী কেউ নেই। ওঁর কণ্ঠে এই ধারার গান যেন প্রাণ পায়। সেই কারণেই তাঁকে দিয়ে আরও এক বার গাওয়ানোর সৌভাগ্য হল।” ছবিতে অরিজিৎ ছাড়াও রণজয়ের সুরে গেয়েছেন সোমলতা আচার্য। গান গাওয়ার পাশাপাশি অরিজিৎ ছবিতে রবীন্দ্রসঙ্গীত ‘এখন আর দেরি নয়’ গানটির যন্ত্রানুষঙ্গের আয়োজন করেছেন। অরিজিতের গান প্রসঙ্গে অনিলাভ আনন্দবাজার ডট কম-কে বলেছেন, “নিজে ছবি পরিচালনা করছেন। পাশাপাশি, নানা ছবির ৩০টি গান গাওয়ার দায়িত্ব তাঁর কাঁধে। এত চাপের মধ্যেও সময় বার করে আমার ছবির গান গাইলেন। ওঁর পেশাদারিত্ব দেখে আমি মুগ্ধ।”