একমাত্র মেয়ে কৃষভি ছ’মাসে পা দিয়েছে। লম্বা বিরতির পর শ্রীময়ী চট্টরাজ এ বার কি বিনোদন দুনিয়ায় ফিরতে চলেছেন? মাঝে একটি ধারাবাহিকে খুব অল্প সময়ের জন্য যোগ দিয়েছিলেন তিনি। নানা কারণে সেই ধারাবাহিক থেকে সরে আসেন। সম্প্রতি, বিধায়ক-অভিনেতা স্বামী কাঞ্চন মল্লিকের সঙ্গে তাঁকে অনুষ্ঠানের মহড়ায় দেখা গিয়েছে। এ বার দেখা গেল, তিনি ঋতুপর্ণা সেনগুপ্তের সঙ্গে ভীষণ ব্যস্ত।
কী করছেন তাঁরা? ঋতুপর্ণার সঙ্গে কি প্রযোজনা সংস্থা খুলছেন শ্রীময়ী?
প্রশ্ন করতেই আনন্দবাজার ডট কম-কে শ্রীময়ী জানালেন, এ বারের পুজোয় তিনি দুই রূপে দেখা দেবেন! পুজোয় ‘রক্তবীজ ২’-এ একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাঁকে। ওই সময়েই তাঁকে দেখা যাবে নিউ ইয়র্কের টাইমস স্কোয়্যারে। উপলক্ষ, পুজোর একটি মিউজ়িক ভিডিয়ো। যাঁর প্রযোজক ঋতুপর্ণা স্বয়ং।
শ্রীময়ী, ঋতুপর্ণা, চৈতি, সঙ্ঘশ্রী শুটিংয়ে ব্যস্ত। ছবি: সংগৃহীত।
পরিচালক ফালাক মিউজ়িক ভিডিয়োর পরিচালক। তাঁরই পরিচালনায় কাজ করলেন দুই অভিনেত্রী। ঋতুপর্ণা কেন আপনাকে বাছলেন? প্রশ্ন ছিল শ্রীময়ীর কাছে। তাঁর উত্তর, “ঋতুদি ভীষণ স্নেহ করেন। আমার কাজ দেখেছেন। প্রশংসাও করেছেন এর আগে। দুই পরিবারের সম্পর্ক অনেক পুরনো। কাঞ্চন ঋতুদির সঙ্গে অনেক কাজ করেছে। হয়তো সব মিলিয়ে ভরসা করেছেন আমায়।” পাশাপাশি তাঁর এটাও মনে হয়েছে, হয়তো তাঁর চেহারার বাঙালিয়ানাও এই বিষয়ে এগিয়ে রেখেছে তাঁকে। মিউজ়িক ভিডিয়োয় এঁদের সঙ্গে দেখা যাবে চৈতি ঘোষাল, সঙ্ঘশ্রী সিংহ মিত্রকে। পুজোর সাজে শুটিং। তাই প্রত্যেকে সেজেছিলেন বাঙালি সাজে।
শুটিংয়ে ৩০ বছরেরও বেশি সময় ধরে বাংলায় ইন্ডাস্ট্রিতে রাজত্ব করে চলা অভিনেত্রীর সঙ্গে কাজের অভিজ্ঞতাও ভাগ করে নিয়েছেন। শ্রীময়ীর কথায়, “ইলিশ মাছ ভেটকি মাছ-সহ রকমারি পদ গরম ভাতের সঙ্গে খাইয়েছেন দিদি। গায়ে জ্বর নিয়ে শুটিং করেছেন। উপস্থিত প্রত্যেকের সঙ্গে নিজে আলাদা করে কথা বলেছেন।” তাঁর মতে, এর থেকেই প্রমাণিত প্রযোজক-অভিনেত্রী পর্দার বাইরেও কতখানি আন্তরিক।