করোনা-সঙ্কট কাটিয়ে উঠেই কাজে নেমে পড়েছেন অর্জুন। আপাতত ধর্মশালায় ‘ভূত পুলিশ’-এর শ্যুটিংয়ে ব্যস্ত অভিনেতা। কাজের ফাঁকে সেখানকার মনোরম পাহাড়ি পরিবেশে নিজের একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন অর্জুন। পরনে ধূসর রঙের সোয়েটার, চোখে সানগ্লাস, অর্জুন আসলে ‘হ্যান্ডসাম হাঙ্ক’!
এত দূর অবধি সবটাই ঠিক ছিল। তাল কাটল এর পর। ছবির ক্যাপশনে অর্জুন লিখেছেন, ‘হোয়েন শি লুকস অ্যাট ইউ’। অনুবাদ করলে দাঁড়ায়, ‘যখন সে তোমার দিকে তাকায়’। ছবি তো বটেই, এমনকি তার ক্যাপশনও নজর এড়িয়ে যেতে পারেনি প্রেমিকা মালাইকা অরোরার। অর্জুনের এই ‘সে’ আসলে কে তা জানতে চেয়ে সোজা প্রেমিকের ছবিতেই কমেন্ট করে বসেন তিনি। লেখেন ‘হু?’
তা হলে কি মালাইকা ভাবছেন, পাহাড়ের দেশে গিয়ে নতুন প্রেমে মন মজেছে অর্জুনের? নাকি নিছকই প্রেমিকের সঙ্গে খুনসুটিতে তাল মেলাচ্ছেন মালাইকা?