দীপঙ্কর রায়ের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ানোর পর থেকে মায়ের সঙ্গে কোনও সম্পর্ক নেই অভিনেত্রী অহনা দত্তের। তাঁর প্রথম অভিনীত ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’। সেই ফ্লোরেই দীপঙ্করের সঙ্গে প্রেম। কিন্তু প্রথম দিন থেকেই তাঁদের সম্পর্কে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন পর্দার মিশকার মা। কিন্তু প্রেম কি আর কোনও বারণ শোনে? এ ক্ষেত্রেও তেমনই ঘটেছে। দীপঙ্করের সঙ্গে প্রেমের জন্য বাধল অশান্তি। নিজেদের বাড়ি ছেড়ে একসঙ্গে অন্যত্র থাকা শুরু করেন তাঁরা। বিয়েও করেছেন। কিন্তু বিয়ের পর থেকে জামাইষষ্ঠীতে সে ভাবে কিছুই হয়নি দীপঙ্করের জন্য। শাশুড়ির সঙ্গে কোনও সম্পর্ক নেই। তাই অন্যদের থেকে তাঁদের ষষ্ঠীর দিনগুলো একটু আলাদা। শ্বশুরবাড়ি যাওয়ার তাড়া নেই। উপহার কেনার ঘটা নেই। জামাইষষ্ঠীতে স্বামীর জন্য বিশেষ আয়োজন করলেন অভিনেত্রী অহনা নিজেই।
আরও পড়ুন:
একটি ভিডিয়ো পোস্ট করেছেন অভিনেত্রী নিজেই। যেখানে দেখা যাচ্ছে, মন দিয়ে পাঁঠার মাংস রান্না করছেন পর্দার দুঁদে খলনায়িকা। মাংসের ঝোল তখনও উনুনে ফুটছে। ভিডিয়ো করতে করতে অহনা বললেন, “আমাদের তো সে ভাবে জামাইষষ্ঠীর কিছু নেই। আমার বরের আমিই শ্বশুর, আমিই শাশুড়ি। তাই বিশেষ জিনিস তৈরি করছি। কেমন হবে জানি না।” মায়ের সঙ্গে তিক্ত সম্পর্ক নিয়ে বরাবরই প্রকাশ্যেই কথা বলেছেন অহনা। ষষ্ঠীর দিনে সরাসরি কিছু না বললেও রান্নার ফাঁকে অনেক কথাই বললেন তিনি। অভিনেত্রী এই মুহূর্তে মাতৃত্বকালীন ছুটি উপভোগ করছেন। ধারাবাহিকের রোজকার শুটিং থেকে তাই ছুটি। আপাতত নতুন অতিথি আসার অপেক্ষায় অহনা-দীপঙ্কর।