Advertisement
০২ মে ২০২৪

বেবি বাম্পস বদলাচ্ছে শরীরের পলিটিক্স

লিখছেন মধুমন্তী পৈত চৌধুরীসম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে অভিনেত্রী শ্বেতা সালভের বিকিনি পরা একটি ছবি। চমক বিকিনিতে নয়। শ্বেতার পিকচার পারফেক্ট ফিগারও নয়। বরং দুনিয়াকে তিনি দেখাচ্ছেন প্রেগনেন্সির কারণে তাঁর পরিবর্তিত দেহের ছবি। তাঁর ‘বেবি বাম্পস।’

শ্বেতা সালভে

শ্বেতা সালভে

শেষ আপডেট: ০৫ মে ২০১৬ ০১:৪১
Share: Save:

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে অভিনেত্রী শ্বেতা সালভের বিকিনি পরা একটি ছবি। চমক বিকিনিতে নয়। শ্বেতার পিকচার পারফেক্ট ফিগারও নয়। বরং দুনিয়াকে তিনি দেখাচ্ছেন প্রেগনেন্সির কারণে তাঁর পরিবর্তিত দেহের ছবি। তাঁর ‘বেবি বাম্পস।’

ফ্রেম টু। একটি ফ্যাশন উইকের রানওয়েতে নিজের বেবিবাম্পস দেখালেন সুপারমডেল ক্যারোল গ্রেসিয়াস। না, বেড়ে যাওয়া বেলিকে কোনও গাউনের আড়ালে লুকিয়ে নয়। দর্শকের চোখে চোখ রেখে, শাড়ির আঁচলের ফাঁক দিয়ে হবু মা দেখালেন তাঁর পরিবর্তিত ভাইটাল-স্ট্যাটস।

বছর দশেক আগেও কিন্তু ছোটপর্দার বা বড়পর্দার অভিনেত্রীদের এ ভাবে প্রেগনেন্সির সময়ে ক্যামেরার সামনে দেখা যেত না। মডেলদের তো প্রশ্নই নেই! তবে দুনিয়া হাঁটছে ‘বডি পসিটিভ’ ফ্যাশনের দিকে। হলিউডে ট্রেন্ড আগেই শুরু হয়েছে। এ বার বলিউডেও।

ঐশ্বর্যা রাই

বলিউড অভিনেত্রীদের মধ্যে এই ট্রেন্ডের জন্য সব চেয়ে বেশি চর্চায় ছিলেন ঐশ্বর্যা রাই। প্রেগনেন্সির পরে ঐশ্বর্যার যে অস্বাভাবিক ওজন বেড়েছিল, তার জন্য ফ্যাশন বিশেষজ্ঞদের চক্ষূশূল হয়েছিলেন তিনি। তবে কোনও রকম ‘বডি-শেমিংয়ের’ তোয়াক্কা না করে তিনি বারবার ক্যামেরার সামনে এসেছেন। পোজ দিয়েছেন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মানবী বিদ্যার অধ্যাপিকা শমিতা সেনের কথায়, ‘‘ঐশ্বর্যা এর মধ্যে দিয়ে বলতে চেয়েছেন, যাই হয়ে যাক, তিনি সুপারস্টার ঐশ্বর্যা। মাতৃত্ব নারীর জীবনচক্রের একটি স্বাভাবিক অধ্যায়। তাতে যদি তাঁর শরীর চিরাচরিত ‘কাঙ্খিতের’ তকমা থেকে বঞ্চিত হয়, কুছ পরোয়া নেই! মনোবিদ অনুত্তমা বন্দ্যোপাধ্যায়ের মতে, ‘‘তথাকথিত পুরুষ নির্ধারিত সৌন্দর্যের সংজ্ঞাকে চ্যালেঞ্জ জানিয়ে এক নতুন ধরনের প্রতিবাদের ভাষা তুলে ধরছেন আজকের নারী।’’

এই ট্রেন্ড্রের পিছনে মার্কেটের অবদান আছে বৈ কি! এনইউজেএসের সমাজতত্ত্বের অধ্যাপিকা রুচিরা গোস্বামী বলছেন, ‘‘বছর পাঁচেক আগেও মনে করা হত, সন্তান হওয়া মানে বলিউড অভিনেত্রীর কেরিয়ার শেষ। কামব্যাক হলেও অনেক বছর পরে। কিন্তু সেই মিথ ভাঙছেন ঐশ্বর্যা রাই, শিল্পা শেট্টি, কঙ্কনা সেনশর্মার মতো অভিনেত্রীরা। তাই আগের মতো প্রেগনেন্সির সময়ে বা তার পরে ক্যামেরার মুখোমুখি হতে ভয় পাচ্ছেন না তাঁরা।’’

এর মধ্যে দিয়ে পুরুষ-তান্ত্রিক সমাজের কোনও বেড়াজাল কি ভাঙছেন আজকের নারী? উত্তরে তিনি বলেন, ‘‘নারীত্ব এখন আর একমাত্রিক নয়। মাল্টিটাস্কিংয়ের যুগে বহুমাত্রিক নারীত্বের ছবি তুলে ধরতে চাইছেন আজকের অভিনেত্রীরা।’’ সমাজতাত্ত্বিক রামানুজ গঙ্গোপাধ্যায় বলছেন আবার অন্য কথা। তাঁর মতে, ‘‘যে হেতু এই ধরনের ইন্ডাস্ট্রিতে মাতৃত্বকালীন ছুটি নেই, বেবিবাম্পস দেখিয়ে সেই প্রাতিষ্ঠানিক মাতৃত্বের স্বীকৃতি খুঁজছেন এই সব মহিলারা।’’

তবে এই ইন্ডাস্ট্রিকে যাঁরা আরও কাছের থেকে চেনেন-জানেন, তাঁরা কী বলছেন?

ক্যারল

মডেল রুক্মিণী মৈত্রের কথায়, ‘‘রানওয়েতে বেবিবাম্পস দেখানো একটা প্রগতিশীল পরিবর্তন। নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে আরও এক ধাপ এগিয়ে যাওয়া। তবে ডেলিভারির পরে আগের চেহারায় ফেরার জন্য তাড়াহুড়ো করা ঠিক নয়।’’ মডেল সায়নী দত্তের কথায়, ‘‘বেবিবাম্পস দেখানো একটি সাহসী পদক্ষেপ। তবে এটা ব্যক্তিগত চয়েসের ব্যাপার।’’

কুমারী অবস্থায় মা হয়েছিলেন কঙ্কনা সেনশর্মা। তবে রাখঢাক না করে একটি ম্যাগাজিনের জন্য দেখিয়েছিলেন তাঁর বেবিবাম্পস। সম্প্রতি শিল্পা শেট্টি, লারা দত্ত, জেনেলিয়ার মতো অভিনেত্রীরাও বেবিবাম্পস দেখিয়েছেন ক্যামেরায়।

বছর চারেক আগে সুজয় ঘোষের ‘কাহানি’ ছবিতে বিদ্যা বালানকে দেখা গিয়েছিল এক প্রেগনেন্ট মহিলার চরিত্রে। পুরো ছবিটা জুড়েই বিদ্যা দেখিয়েছিলেন তাঁর বেবিবাম্পস।

তবে চরিত্রের খাতিরে নয়। রুপোলি পর্দার বাইরেও প্রেগনেন্সিকে যে ভাবে স্টেটমেন্ট করে তুলেছেন আজকের নায়িকারা, তাতে বলাই যায় বোল্ড ইজ বিউটিফুল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Baby Bumps politics of body bollywood
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE