বাংলাদেশে রাজনৈতিক পালাবদলের পর থেকে সে ভাবে আর দেখা যায়নি তাঁকে। সম্প্রতি বিমানবন্দরে পাওয়া গিয়েছিল অভিনেত্রী মাহিয়া মাহির এক ঝলক। এর মাঝেই ও পার বাংলায় ছড়িয়ে পড়ল একটি খবর। চারিদিকে শোরগোল। মাহির মৃত্যুর খবরে তোলপাড় ও পার বাংলা। বাংলাদেশি সংবাদমাধ্যম ‘কালের কণ্ঠ’-এর প্রতিবেদন অনুসারে ইন্ডাস্ট্রির অন্দরে নাকি অনেকেই বলছিলেন, উদ্ধার হয়েছে মাহির ঝুলন্ত দেহ। এ দিকে, নায়িকা এখন আমেরিকায় বসে। বিদেশে থাকলেও চোখ এড়ায়নি অভিনেত্রীর। সঙ্গে সঙ্গে নিজের ফেসবুকে সব ধোঁয়াশা কাটিয়ে দিয়েছেন নায়িকা। তিনি লেখেন, “আমি আছি, মরি নাইরে ভাই।”
২০১২ সালে ‘ভালোবাসার রং’ দিয়ে ঢালিউডে আত্মপ্রকাশ করেন মাহিয়া মাহি। প্রথম ছবিতেই প্রচারের আলো কেড়ে নেন। তার পরে আর পিছন ফিরে তাকাতে হয়নি। একের পর এক ছবিতে আসতে থাকে সাফল্য। বাংলাদেশের পাশাপাশি টলিউডেও বেশ কিছু কাজ করেন।
কিন্তু বছর দু’য়েক ধরে নতুন কোনও ছবি ছিল না তাঁর হাতে। তাই খুব একটা খবরেও নেই তিনি। যদিও সিনেমার পাশাপাশি রাজনীতিতে জড়িয়ে পড়েন মাহি। এক সময় আওয়ামী লীগের ঘনিষ্ঠ ছিলেন। জাতীয় সংসদ নির্বাচনেও লড়েছিলেন। কিন্তু জয় আসেনি। ভোট হেরে ফিরতে চেয়েছিলেন রুপোলি জগতেই। কিন্তু, আর তাঁকে সে ভাবে কোনও ছবিতে দেখা যায়নি। এর মাঝে গত বছর তাঁর বিবাহবিচ্ছেদ হয়। ছোট্ট একটি ছেলেও রয়েছে। শোনা যাচ্ছে আমেরিকায় গিয়েছেন অভিনেত্রী। সূত্র বলছে, সে দেশে বেড়াতেই গিয়েছেন তিনি। দিনকয়েক ঘোরাঘুরি সেরেই দেশে ফিরবেন।