বাংলা উৎসবের শুভারম্ভ হল। সঙ্গীতের সকল অনুরাগীদের কাছে এ এক বিশেষ পাওয়া। এপার ও ওপার বাংলার গুণী শিল্পীদের নিয়ে সেজে উঠেছে বাংলা উৎসব। শনিবার এর দ্বিতীয় দিন।
প্রথম দিন নজরুল মঞ্চে আরতি মুখোপাধ্যায় এবং সাবিনা ইয়াসমিনের প্রতি শ্রদ্ধার্ঘ্য জানিয়ে জীবন কৃতি সম্মান জ্ঞাপন করা হয়। নচিকেতা, লোপামুদ্রা মিত্র, রেজওয়ানা চৌধুরি বন্যা, শুভমিতার মতো শিল্পীর গান এ দিন ছিল দর্শকদের বড় পাওনা।
এই অনুষ্ঠানের রূপকার হলেন শ্রী চন্দ্রশেখর ঘোষ, শ্রী অরিন্দম শীল, শ্রী আবুল খায়ের এবং শ্রী শুভদীপ ঘোষ। গান এবং পেটপুজোর ভরপুর আয়োজন রয়েছে এই উত্সবে।
আরও পড়ুন, ‘আমাদের ইন্ডাস্ট্রিতে রিজেক্ট করার সুযোগ অনেক বেশি’
রসনার সেরা রসে মজে এপার ওপারের বাঙালিয়ানা। একে অপরকে টেক্কা দিয়ে আসছে সেই কবে থেকে। এর গয়না বড়ি তো ওর কচুবাটা। এর ইলিশ তো ওর চিংড়ি। সেই ইতিহাস মনে রেখেই দুই বাংলার সঙ্গীত উত্সবে রয়েছে রকমারি খাবারের পসরা। এই উত্সবে মোট ৩৪ জন শিল্পী অনুষ্ঠান করবেন। দুই বাংলার ব্যান্ড ছাড়াও রবীন্দ্রসঙ্গীত, বাংলা আধুনিক, বাংলা চলচ্চিত্রের গান, পুরনো দিনের বাংলা গান, নজরুল সঙ্গীত, লোকসঙ্গীত, পঞ্চকবির গান, বাংলা রাগ প্রধান গান, তালবাদ্যের অনুষ্ঠান থাকছে। অনুষ্ঠান চলবে আগামী রবিবার পর্যন্ত।
(হলিউড, বলিউড বা টলিউড - টিনসেল টাউনের টাটকা বাংলা খবর পড়তে চোখ রাখুন আমাদের বিনোদনের সব খবর বিভাগে।)