২০১৭-এ মুক্তি পেয়েছিল রুক্মিণী মৈত্র, কোয়েল মল্লিক এবং দেব অভিনীত ছবি ‘ককপিট’। যে ছবিতে বিমানসেবিকার চরিত্রে রুক্মিণীকে দেখে নায়িকাকে প্রশংসায় ভরিয়েছিল ইন্ডাস্ট্রির একাংশ। সম্প্রতি, স্টুডিয়োপাড়ার অন্দরে আলোচনা, কীর্তি সচদেব চরিত্রে প্রথমে অভিনয় করার কথা ছিল না রুক্মিণীর। সেই চরিত্রের জন্য নাকি বাছাই করা হয়েছিল বাংলাদেশের এক অভিনেত্রীকে।
আট বছর আগে সত্যিই কি এমন কোনও ঘটনা ঘটেছিল? সম্প্রতি, বাংলাদেশের ইউটিউব চ্যানেল ‘কালবেলা এন্টারটেনমেন্ট’-এর একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সর্বত্র। সেখানে ও পার বাংলার অভিনেত্রী ফারিন খান একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, ‘ককপিট’ ছবির জন্য কলকাতা থেকে যোগাযোগ করা হয়েছিল তাঁর সঙ্গে। কিন্তু শেষমেষ কাজটি তিনি করেননি।
‘কালবেলা এন্টারটেনমেন্ট’-কে দেওয়া সাক্ষাৎকারে ফারিন বলেন, “‘ককপিট’ ছবির জন্য আমি অডিশন দিয়েছিলাম। আমাকে বেছেও নেওয়া হয়েছিল। তার পর কীর্তির চরিত্রে অভিনয় করেছিলেন কলকাতার রুক্মিণী মৈত্র নামের অভিনেত্রী। আমিই মনে হয় বাংলাদেশের প্রথম অভিনেত্রী, যিনি দেবের প্রযোজনা সংস্থা থেকে সুযোগ পেয়েছিলাম। কিন্তু সে সময়ে আমি কাজই ছেড়ে দিই। তাই ‘ককপিট’ ছবিতে অভিনয় করা হয়নি।” যদিও কীর্তির চরিত্রে রুক্মিণীর অভিনয় ইন্ডাস্ট্রিতে তাঁর জায়গা পোক্ত করার একধাপ বলা যায়। ‘ককপিট’-এর পরে একের পর এক বাংলা ছবিতে দেখা গিয়েছে রুক্মিণীকে।