রাফিয়াত রশিদ মিথিলা এবং সৃজিত মুখোপাধ্যায়ের সম্পর্ক নিয়ে দর্শকের কৌতূহলের শেষ নেই। তাঁরা একসঙ্গে আছেন, না নেই? যদিও পরিচালক এবং অভিনেত্রী, কারও থেকেই সঠিক উত্তর মেলেনি। সম্প্রতি আবার একই প্রশ্নের সম্মুখীন মিথিলা। সৃজিত ছাড়াও উঠেছিল প্রাক্তন স্বামী তাহসান রহমান খানের প্রসঙ্গ। সম্পর্ক প্রসঙ্গে কী বললেন অভিনেত্রী?
সম্প্রতি, বাংলাদেশের সংবাদমাধ্যম ‘প্রথম আলো’-কে দেওয়া এক সাক্ষাৎকারে তাঁকে ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন করা হলে প্রথমে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন অভিনেত্রী। মিথিলার কথায়, বর্তমানে সমাজমাধ্যমে এমন ভাবে সাক্ষাৎকারের কিছু অংশ কেটে তা ছড়িয়ে দেওয়া হয়, যা অভিনেত্রীর খুবই অপছন্দের।
পরিচালক সৃজিতের সঙ্গে এখন তাঁর কেমন সম্পর্ক? সেই ধোঁয়াশা না কাটালেও মিথিলার স্পষ্ট উত্তর, “আমি ঠিক করেছি ব্যক্তিগত জীবন প্রসঙ্গে কাউকেই কোনও উত্তর দেব না। কারণ, আমি একটা উত্তর দেব। তার পর সেই অংশটুকু কেটে অপ্রাসঙ্গিক জায়গায় জুড়ে দেওয়া হবে। তাই এই বিষয়ে কোনও কথা বলব না।”
সৃজিত প্রসঙ্গ এড়িয়ে গেলেও প্রাক্তন স্বামী তাহসানের সঙ্গে তাঁর সখ্য অটুট। তাঁদের বিবাহবিচ্ছেদ হলেও মেয়ে আয়রার জন্য প্রাক্তনের সঙ্গে এখনও যোগাযোগ রয়েছে অভিনেত্রীর। মিথিলা বলেন, “বিবাহবিচ্ছেদ হওয়া মানে তো শত্রু হয়ে যাওয়া নয়। মানুষ ভাবে হয়তো, বিচ্ছেদ হয়েছে মানেই পরস্পরের শত্রু হয়ে গেলাম। মতবিরোধ নানা কারণে হতে পারে। তার জন্য কি আমরা পরস্পরের দিকে কাদা ছোড়াছুড়ি করব! আর সন্তান থাকলে তো তাদের কথা আগে ভাবতে হয় মা-বাবা হিসাবে।”
ঘনিষ্ঠ সূত্র বলছে, আগের চেয়ে কলকাতায় মিথিলার আসা-যাওয়া কমেছে। মাঝে কলকাতায় বেশ কিছু সিনেমা এবং ওয়েব সিরিজ়ে দেখা গিয়েছিল তাঁকে। কিন্তু এ পার বাংলায় তাঁর নতুন কাজের কোনও খবর অনেক দিন পাওয়া যায়নি। আগামী দিনে কি আবার সৃজিত-মিথিলাকে একসঙ্গে দেখা যাবে? সেই উত্তর অধরা।