ভিসা নিয়ে জটিলতা হওয়ায় এ পার বাংলার ছবিতে চুক্তিবদ্ধ হওয়া সত্ত্বেও অভিনয় করতে পারেননি অভিনেত্রী তানজিন তিশা। সে কথা আগেই জানা গিয়েছিল। এ বার অভিনেত্রীর বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ করলেন ছবির প্রযোজক সরিফুল ধাবক।
এ প্রসঙ্গে আনন্দবাজার ডট কমকে প্রযোজক জানিয়েছেন, অভিনেত্রীর জন্য ভিসার স্লট ঠিক করার পরেও নানা টালবাহানা করে তা এড়িয়ে যান। তার পরে আর ভিসা পাওয়া যায়নি। তিশার জন্য শুটিংয়ের সময়ও বার বার পিছোনো হয়। কিন্তু কাউকে না জানিয়ে অভিনেত্রী আমেরিকা চলে গিয়েছিলেন।
প্রযোজক বলেন, “‘ভালোবাসার মরশুম’ ছবিতে অভিনয়ের জন্য বাংলাদেশি ১১ লক্ষ টাকায় চুক্তিবদ্ধ হন তানজিন তিশা। চুক্তিপত্রের সময় তিনি দুই দফায় ৪ লাখ ১২ হাজার টাকা নেন। বাকি টাকা শুটিং ও ডাবিংয়ের সময় নেওয়ার কথা ছিল। কিন্তু ছবিটিতে অভিনয় না করা সত্ত্বেও তিনি তাঁর অগ্রিম ফেরত দিচ্ছেন না।” প্রযোজক জানিয়েছেন, অভিনেত্রীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ করার সিদ্ধান্ত নিয়েছেন।
প্রসঙ্গত, অভিনেত্রীর বিরুদ্ধে একটি শাড়ি সংস্থা আর্থিক তছরুপের অভিযোগ আনে। তাদের দাবি, এক সপ্তাহের মধ্যে অভিনেত্রীকে ক্ষতিপূরণ দিতে হবে। সেই সঙ্গে, সমাজমাধ্যমে মিথ্যাচারের জন্য তিশাকে ক্ষমা চাইতে হবে বলেও দাবি করে ওই সংস্থা। আইনি নোটিস পাওয়ার পর নির্ধারিত সময় পেরিয়ে গেলেও কোনও জবাব দেননি তিশা। তার পরই অভিনেত্রীর বিরুদ্ধে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগ এনে মামলা করার পদক্ষেপ করে ওই সংস্থা। এই বিতর্কে নায়িকার তরফে কোনও উত্তর পাওয়া যায়নি।