কিছু দিন আগের ঘটনা। তৃতীয় স্ত্রী রিয়া মণির সঙ্গে হিরো আলমের বিচ্ছেদের কথা প্রকাশ্যে আসে। একগুচ্ছ অভিযোগ উগরে দিয়েছিলেন বাংলাদেশি কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম। আনন্দবাজার ডট কমকে জানিয়েছিলেন, তিন তালাক দিয়ে স্ত্রীয়ের সঙ্গে বিচ্ছেদ হয়েছে তাঁর। নতুন সম্পর্কে জড়ানোর আভাসও দিয়েছিলেন তিনি। সব বিবাদ ভুলে রিয়া মণির সঙ্গে আবার নতুন করে সংসার পাতলেন আলম।
রিয়া মণির সঙ্গে আবার সংসার পাতলেন হিরো আলম। ছবি: সংগৃহীত।
তাঁদের একটি ছবি সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়েছে। যে ছবিতে দেখা গিয়েছে, পাশাপাশি দাঁড়িয়ে রয়েছেন আলম এবং রিয়া। হাতে ধরে রয়েছেন একটি স্ট্যাম্প পেপার। তাঁদের সঙ্গে ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী আতিকুর রহমান খান। নিজেদের ছবি পোস্ট করে রিয়া লেখেন, “সকল মামলার অবসান ঘটিয়ে একসাথে জীবন গড়ার সিদ্ধান্ত।” এই পোস্ট দেখার পর থেকে তাঁদের শুভেচ্ছায় ভরিয়েছেন অনুরাগীরা।
স্ত্রীয়ের বিরুদ্ধে কী অভিযোগ এনেছিলেন হিরো আলম? তিনি বলেছিলেন, “বাবার অসুস্থতার সময় এক দিনের জন্যও তাঁকে দেখতে যায়নি আমার স্ত্রী। উল্টে অন্য পুরুষদের সঙ্গে ঘুরে বেড়াচ্ছিল। তাই ওকে তিন তালাক দিয়েছি আমি।” রিয়ার সঙ্গে বেশ কিছু দিন প্রেমপর্বের পরেই বিয়ে করেন তিনি। কিন্তু সেই সম্পর্ক যে এত তিক্ততায় ভরে যাবে তা ভাবেননি হিরো আলম। তিনি বলেছিলেন, “ধর্ষণের মামলা করলেই তো শুধু হল না, তার সাক্ষ্যপ্রমাণ দরকার।” তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগ যদি প্রমাণ করতে পারেন তা হলে তিনি সেই মহিলাকে স্ত্রী হিসাবে মেনে নেবেন।”