ফিসফাস ছিলই বেশ কিছু দিন ধরে। এখন রীতিমতো চর্চা। তৃপ্তি ডিমরি নাকি প্রেমে হাবুডুবু খাচ্ছেন! সেই প্রেম মায়ানগরী ছাড়িয়ে আর এক সমুদ্র-শহর গোয়ায় প্রাণ পেয়েছে। গুঞ্জন, এক সঙ্গে তাঁরা সেখানে ছুটি কাটিয়েছেন। কখনও খোলা আকাশের নীচে, কখনও সুইমিং পুলে কাছাকাছি এসেছেন উভয়ে। সেই গুপ্ত কথা নাকি নিজেই ফাঁস করে দিয়েছেন তৃপ্তি।
গুঞ্জন যত বেড়েছে ততই জল্পনা তুঙ্গে তৃপ্তির প্রেমিককে নিয়ে। এত দিন হোটেল ব্যবসায়ী স্যাম মার্চেন্টের নাম শোনা যেত। তিনিই কি তা হলে নায়িকার প্রেমিকা? তৃপ্তি ব্যবসায়ী স্যামের হোটেল, তাঁর ছবি সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন। সেই পোস্ট আবার সমাজমাধ্যমে ভাগ করেছেন স্যাম নিজেও। ফলে, দুইয়ে দুইয়ে চার ভাবা শুরু বলিউডে! কারণ, ‘অ্যানিম্যাল’, ‘স্ত্রী ২’ ছবিগুলি পর পর হিট করায় স্বাভাবিক ভাবেই সকলের নজর নায়িকার উপরে। বিশেষ করে তাঁর প্রেম জীবনের উপরে।
আরও পড়ুন:
ঠিক কী ঘটিয়েছেন তৃপ্তি? বেশ কিছু দিন ধরেই স্যামের সঙ্গে তাঁকে নাকি দেখা যাচ্ছিল মুম্বইয়ের আনাচে কানাচে। এর আগে ফিনল্যান্ডে ছুটি কাটানোর একই ছবি তাঁরা ভাগ করে নিয়েছিলেন সমাজমাধ্যমে। গুঞ্জন বাড়ে, ৩০ জানুয়ারি, তৃপ্তি যখন সমাজমাধ্যমে স্যামকে খোলাখুলি জন্মদিনের শুভেচ্ছা জানান। ফলে, তাঁদের নিয়ে ফিসফাস থামেনি কখনও। সেই চর্চায় নতুন ইন্ধন গোয়ায় ছুটি কাটানো পর্ব। কখনও তাঁদের এক সঙ্গে ফুচকা, চাট খেতে দেখা গিয়েছে। কখনও সুইমিং পুলে তাঁরা ঘনিষ্ঠ। এর পরেই রিসর্টের অন্দরের ছবি ভাগ করে নিয়ে তৃপ্তি লেখেন, ‘শান্তির নীড়’। এই পোস্টটিও ভাগ করে নেন স্যাম। ব্যস, গুঞ্জন রোখে কে!