বিতর্ক যেন কিছুতেই তাঁর পিছু ছাড়ে না। আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে ও পার বাংলার হিরো আলম। তাঁর বিরুদ্ধে ধর্ষণ এবং গর্ভপাত করানোর অভিযোগ এনেছেন এক মহিলা। এই বিতর্কের মাঝেই আনন্দবাজার ডট কমকে হিরো আলম জানালেন, তিনি ভাল নেই। বাংলাদেশের এই আলোচিত কনটেন্ট ক্রিয়েটার বলেন, “তৃতীয় স্ত্রীকে ডিভোর্স দেওয়ায় আমার পিছনে নানা মেয়েকে লেলিয়ে দিয়েছে।” সদ্য নিজের বাবাকে হারিয়েছেন তিনি। বাবার অসুস্থতার সময় থেকে পরিবারের অশান্তি শুরু হয় তাঁর। কেন তৃতীয় স্ত্রীয়ের সঙ্গে বিচ্ছেদের সিদ্ধান্ত নিলেন তিনি?
আরও পড়ুন:
হিরো আলম বলেন, “বাবার অসুস্থতার সময় এক দিনের জন্যও তাঁকে দেখতে যায়নি আমার স্ত্রী। উল্টে অন্য পুরুষদের সঙ্গে ঘুরে বেড়াচ্ছিল। তাই ওকে তিন তালাক দিয়েছি আমি।” রিয়া মণির সঙ্গে বেশ কিছু দিন প্রেমপর্বের পরেই বিয়ে করেন তিনি। কিন্তু সেই সম্পর্ক যে এত তিক্ততায় ভরে যাবে তা ভাবেননি হিরো আলম। তিনি বলেন, “ধর্ষণের মামলা করলেই তো শুধু হল না, তার সাক্ষ্যপ্রমাণ দরকার।” তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগ যদি প্রমাণ করতে পারেন তা হলে তিনি সেই মহিলাকে স্ত্রী হিসাবে মেনে নেবেন।
হিরো আলমের দাবি, যদি প্রমাণ করতে পারেন তিনি সন্তান নষ্ট করেছেন তা হলে সব শাস্তি মাথা পেতে নেবেন। তিনি জানিয়েছেন, এই মুহূর্তে নতুন সম্পর্কে রয়েছেন তিনি। রিয়া চৌধুরী নামের এক জনের সঙ্গে তিনি কাজও যেমন করছেন, তেমনই বাস্তবেই তাঁরা সম্পর্কে রয়েছেন।