Advertisement
E-Paper

প্রেমিকের সঙ্গে সিকিমের পাহাড়ে মধুমিতা, দেবমাল্যকে নিয়ে কী লিখলেন অভিনেত্রী?

দেবমাল্যের সঙ্গে সিকিমে ছুটি কাটাচ্ছেন অভিনেত্রী মধুমিতা সরকার। কাছের মানুষকে নিয়ে ভাগ করে নিলেন ব্যক্তিগত উপলব্ধি।

Bengali actress Madhumita Sarcar is vacationing in Sikkim with boyfriend Debmalya Chakravorty

সিকিমে মধুমিতা এবং দেবমাল্য। ছবি: ফেসবুক।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ মার্চ ২০২৫ ১৯:০১
Share
Save

শহরে গরমের দাপট বাড়ছে। আর দোলের আগে প্রেমিকের সঙ্গে সিকিমের পাহাড়ে সময় কাটাচ্ছেন অভিনেত্রী মধুমিতা সরকার। পাহাড় থেকেই ভাগ করে নিলেন নিজেদের নানা মুহূর্ত। সফরসঙ্গী দেবমাল্য প্রসঙ্গে জানালেন মনের কথাও।

গত বছর দুর্গাপুজোর সময় প্রথম বার ইঞ্জিনিয়ার দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে সম্পর্কের কথা প্রকাশ্যে এনেছিলেন মধুমিতা। তার পর থেকে টলিপাড়ার নতুন যুগল চুটিয়ে প্রেম করছেন। সম্প্রতি প্রেমদিবসে সম্পর্কের পাঁচ মাস নিয়ে সমাজমাধ্যমে নিজের উপলব্ধি ভাগ করে নেন মধুমিতা।

Bengali actress Madhumita Sarcar is vacationing in Sikkim with boyfriend Debmalya Chakravorty

সিকিমে একসঙ্গে ছুটি কাটাচ্ছেন মধুমিতা এবং দেবমাল্য। ছবি: ফেসবুক।

অভিনেত্রী লেখেন, ‘‘এই পাঁচ মাসে জীবন বদলেছে, তবে এক মুহূর্তের জন্য একঘেয়ে মনে হয়নি। ছোটখাটো অহেতুক কারণে আমরা হেসেছি। প্রতিদিন ঝগড়া লেগেই রয়েছে। চাইও না যে, সেটা থেমে যাক। কৃতজ্ঞ যে, সব স্মৃতি আমরা একসঙ্গে তৈরি করেছি। আরও কয়েকটি স্মৃতি তৈরির অপেক্ষায় আছি।’’

মঙ্গলবার ফেসবুকে দেবমাল্যের সঙ্গে তোলা বেশ কিছু ছবি ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। সেখানে দেখা যাচ্ছে, পাহাড়ের কোলে একে অপরের বাহুলগ্না যুগলকে। মধুমিতা লেখেন, ‘‘কোথায় কোথায় ঘুরছি, তার থেকেও ভ্রমণের সব থেকে গুরুত্বপূর্ণ অংশ কার সঙ্গে ঘুরছি। আরও কিছু স্মরণীয় মুহূর্ত। তোমার সঙ্গে সবটাই বাড়ির মতো মনে হয়। তুমিই আমাকে জগৎ চিনিয়েছ।’’

Madhumita Sarcar Bengali Actress travel

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy

{-- Slick slider script --}}