কাজের সূত্রে মুম্বইয়ে গিয়েছিলেন পরিচালক শিলাদিত্য মৌলিক। কিন্তু কয়েক ঘণ্টায় এমন ঘটনা ঘটে যাবে, ভাবতে পারেননি। আচমকাই বাবার মৃত্যুর খবর পেলেন পরিচালক। তড়িঘড়ি কলকাতায় ফিরছেন তিনি। ছবির কাজেই মুম্বই গিয়েছিলেন। পরিচালক জানিয়েছেন, বাবার শরীরে কোনও অসুস্থতার চিহ্ন ছিল না।
কী ঘটেছে? শিলাদিত্য বলেন, “বাবা একেবারেই সুস্থ ছিলেন। সকালে ঘরে চা দিতে গিয়ে মা দেখেন বাবা কেমন যেন করছেন। চোখ উল্টে গিয়েছে। তখনই আমায় ফোন করেন মা। কাছে ছিলাম না। তাই বন্ধুদের ফোন করে বলি বাবাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য। যেতে যেতেই সব শেষ হয়ে গেল।” বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন শিলাদিত্য। তাঁর পরিচালিত অনেক ছবিতে অভিনয় করেছেন শিলাদিত্যের বাবা।
আরও পড়ুন:
বাবার মৃত্যুতে শোকস্তব্ধ শিলাদিত্য। ছবি: সংগৃহীত।
পরিচালকের একটাই আক্ষেপ রয়ে গেল। শিলাদিত্য যোগ করেন, “আমার ‘সূর্য’ ছবিতেও বাবা অভিনয় করেছেন। তার পর নতুন ছবি ‘চড়ক’-এ অভিনয় করেছিলেন। ওই ছবিটাই আর দেখানো হল না। কিছু ভাবতেই পারছি না এখন আমি।” এই মুহূর্তে মুম্বই থেকে ফেরার জন্য বিমানবন্দরের পথে পরিচালক। টিকিট কাটা নেই। তৎকালে বিমানবন্দর থেকেই টিকিট কাটবেন তিনি। ফিরবেন মায়ের কাছে।