নয়ন সার্থক দর্শকদের! অবশেষে বর-বধূ বেশে ধরা দিলেন মোহর ও শঙ্খ। স্টার জলসার মেগা হিট ‘মোহর’ও ৩০০ পর্ব ছুঁয়ে ফেলল অনায়াসে। দীর্ঘ টানাপোড়েনের পর একটু একটু করে বিরহ কেটেছে মোহর ও শঙ্খের জীবন থেকে। ড্রয়িং রুমে ছোট পর্দার সামনে ভিড়ও বেড়েছে ক্রমশ। ধারাবাহিকের লেখক এবং প্রযোজক ম্যাজিক মোমেন্টসের অন্যতম কর্ণধার লীনা গঙ্গোপাধ্যায়ের কথায়, ‘‘এই বিয়ে ভীষণ প্রত্যাশিত ছিল। বাঙালির বিয়েতে নানা ধরনের আচার অনুষ্ঠান। যা আগের প্রজন্মের সঙ্গে মুগ্ধ করে এই প্রজন্মকেও। পর্দায় সেই আকাঙ্খা পূরণ হলে দর্শক দেখবেই।’’
মিলনের সুর জোরদার হয়েছে দু’বারের দু’রকমের বিয়েতে। এক বার গোপনে মন্দিরে বিয়ে সেরেছে জুটি। আরেক বার সামাজিক মতে সঙ্গীত থেকে গায়ে হলুদ হয়ে সাতপাক ঘোরা দেখেছে দর্শক। বিয়ের খুঁটিনাটির পাশাপাশি সাদা জোড়ে, গলার মালায়, মাথার টোপরে নিখুঁত বর ‘শঙ্খ’ প্রতীক সেন। টকটকে লাল বেনারসী, এক গা গয়নায় ‘মোহর’ সোনামণি সাহা যেন নববধূ।
যত দিন এগিয়েছে, ট্যুইস্টের পর ট্যুইস্ট বেড়েছে গল্পে। গোপন বিয়ের পরেও শুধু মাত্র জ্যেঠুর অনুরোধে শঙ্খের জীবন থেকে সাময়িক সরে আসতে হয়েছিল মোহরকে। চ্যানেলের সোশ্যাল পেজে নেটাগরিকদের অনুরোধ, ‘‘দয়া করে ‘হিয়ান’ জুটির মতো ‘মোহদীপ’কে সরিয়ে নেবেন না। আমরা মোহর-শঙ্খের মিলন দেখতে চাই।’’