‘কৃষ্ণকলি’ এবং ‘ত্রিনয়নী’। দুই ধারাবাহিকই টিআরপি তালিকার প্রথম দিকে। দুই ধারাবাহিকই কালো মেয়ের গল্প বলে। প্রথমটি এক নম্বর থেকে পিছিয়ে পড়লেও চলতি সপ্তাহের তালিকায় দু’নম্বরে। অন্য দিকে, ‘ত্রিনয়নী’ নতুন ধারাবাহিক হয়েও পৌঁছে গিয়েছে এক নম্বরে। রেসিজম নিয়ে কী ভাবেন দুই নায়িকা শ্যামা ও ত্রিনয়নী?
‘ত্রিনয়নী’ ধারাবাহিকের নায়িকা ত্রিনয়নী বা নয়ন (শ্রুতি দাস) বললেন, “হ্যাঁ, দুই সিরিয়ালের নায়িকাই ডাস্কি। দুই সিরিয়ালের নায়িকাকে ডাস্কি দেখানো হয় ঠিকই, কিন্তু তিয়াসাকে মেকআপ করে ডাস্কি করতে হয় আর আমি রিয়েল লাইফেই ডাস্কি। যেমন আমাদের দেশে রেপ ডেসট্রয় করতে পারছি না, রেসিজমও ডেসট্রয় করা কঠিন।”
‘কৃষ্ণকলি’র নায়িকা শ্যামা, তিয়াসা রায় যোগ করলেন, “আমাদের দু’জনের মোটিভেশনটা কোথাও যেন একই। মানুষকে এটাই বোঝাতে হবে যে গায়ের রংই শেষ কথা নয়। ভেতরটাই আসল।”