Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Bhanu Bandopadhyay

জন্মশতবার্ষিকীতেও ‘ভানু একাই একশো’

‘সাড়ে চুয়াত্তর’, ‘ভানু গোয়েন্দা জহর অ্যাসিস্ট্যান্ট’, ‘৮০তে আসিও না’, ‘যমালয়ে জীবন্ত মানুষ’, ‘মিস প্রিয়ংবদা’, ‘ভানু পেল লটারি’ বা ‘ভ্রান্তিবিলাস’-এর মতো অসংখ্য ছবি ভানু বন্দ্যোপাধ্যায়ের অভিনয় গুণে সরস।

স্বদেশি বিপ্লবী, কলকাতায় এসে চাকরি, মোহনবাগান-ইস্টবেঙ্গল ম্যাচ, শচীনদেব বর্মনের অন্ধ অনুরাগী এই সাম্যময়ই পর্দার ভানু। —ফাইল চিত্র।

স্বদেশি বিপ্লবী, কলকাতায় এসে চাকরি, মোহনবাগান-ইস্টবেঙ্গল ম্যাচ, শচীনদেব বর্মনের অন্ধ অনুরাগী এই সাম্যময়ই পর্দার ভানু। —ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৬ অগস্ট ২০২০ ২১:৪৭
Share: Save:

কখনও ‘মাসিমা মালপো খামু’-র মতো সংলাপ বলে লোক হাসিয়েছেন। কখনও মাথায় মাটির পুতুলের ঝুড়ি আর ঠোঁটে শ্যামল মিত্রের ‘পুতুল নেবে গো পুতুল’ গান নিয়ে তৃপ্ত করেছেন দর্শক-শ্রোতাদের। বাংলা ছবিতে ভানু বন্দ্যোপাধ্যায় এ ভাবেই নিজের জাত চিনিয়েছেন দীর্ঘ কয়েক দশক ধরে।

‘সাড়ে চুয়াত্তর’, ‘ভানু গোয়েন্দা জহর অ্যাসিস্ট্যান্ট’, ‘৮০তে আসিও না’, ‘যমালয়ে জীবন্ত মানুষ’, ‘মিস প্রিয়ংবদা’, ‘ভানু পেল লটারি’ বা ‘ভ্রান্তিবিলাস’-এর মতো অসংখ্য ছবি তাঁর অভিনয় গুণে সরস। ১৯২০-র ২৬ অগস্ট জন্ম সাম‍্যময় বন্দ‍্যোপাধ‍্যায়ের। স্বদেশি বিপ্লবী, কলকাতায় এসে চাকরি, মোহনবাগান-ইস্টবেঙ্গল ম্যাচ, শচীনদেব বর্মনের অন্ধ অনুরাগী এই সাম্যময়ই পর্দার ভানু। সুচন্দ্রা ভানিয়ার প্রযোজনায় জাস্ট স্টুডিও-র শ্রদ্ধার্ঘ‍্য ‘ভানু একাই ১০০’ তথ্যচিত্রে ভানু বন্দ্যোপাধ্যায়ের জন্মশতবর্ষ উজ্জ্বল। যা দেখা যাবে প্রযোজনা সংস্থার ইউটিউব চ্যানেলে।

এই তথচিত্রে ভানু-পুত্র গৌতম বন্দ‍্যোপাধ‍্যায় যেমন ভাগ করে নিয়েছেন বাবার স্মৃতি, হাস্যরসিকের জীবনের মনে রাখার মতো অজস্র কথা স্মৃতির সাগর ছেঁচে তুলে ধরেছেন সাবিত্রী চট্টোপাধ‍্যায়, প্রসেনজিৎ চট্টোপাধ‍্যায়, পরাণ বন্দ‍্যোপাধ‍্যায়, শুভাশিস মুখোপাধ‍্যায়, শাশ্বত চট্টোপাধ‍্যায়, কাঞ্চন মল্লিক, লিলি চক্রবর্তী, বিপ্লব চট্টোপাধ্যায়, গৌতম হালদার, মেঘনাদ ভট্টাচার্য, দেবব্রত সরকাররা।

আরও পড়ুন: শ্বশুর দেখলেন নতুন জামাইভানু কালিঝুলি মাখা, ছেঁড়া চট গায়ে জড়ানো

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE