মা হতে চলেছেন কৌতুকশিল্পী ভারতী সিংহ। ২০২২ সালে নতুন অতিথি আসতে চলেছে ভারতী এবং হর্ষ লিম্বাচিয়ার সংসারে।
তারকা দম্পতির ঘনিষ্ঠ বৃত্তের এক ব্যক্তি সংবাদমাধ্যমকে বলেছেন, “ভারতী ইতিমধ্যেই কাজ বন্ধ করে দিয়েছে। ও বিশ্রামে আছে। বাড়ি থেকেও খুব একটা বেরচ্ছে না।” তবে এ ভাবে খুব বেশি দিন থাকবেন না হবু মা। বলিউড সূত্রে খবর, খুব শীঘ্রই কাজ শুরু করবেন ভারতী। কপিল শর্মার অনুষ্ঠানের জন্য শ্যুট করবেন তিনি। ভারতী যদিও এখনও এ বিষয়ে স্পষ্ট কোনও উত্তর দেননি। ধোঁয়াশা রেখে তিনি বলেছেন, “এই খবর সত্যি না মিথ্যা, তা নিয়ে আমি কিছু বলব না। ঠিক সময়ে খোলাখুলি কথা বলব। এ সব জিনিস কখনও লুকনো যায় না। যখন জানানোর সময় হবে, সকলকেই জানাব।”