প্রায় এক দশক হয়ে গেল সলমন ‘বিগ বস্’-এর সঞ্চালনা করছেন। যদিও গত দু’বছর ধরে মৃত্যুভয় তাড়া করছে তাঁকে। গ্যাংস্টার লরেন্স বিশ্নোইয়ের থেকে ক্রমাগত খুনের হুমকি পাচ্ছেন তিনি। গত বছর অভিনেতার বাড়িতে পর্যন্ত গুলি চলে। তার পর থেকেই দ্বিগুণ করা হয় তাঁর নিরাপত্তা। বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে শুটিং সেটেও জোরদার করা হয়েছে সলমনের নিরাপত্তা।
আরও পড়ুন:
‘বিগ বস্’ সম্প্রচারকারী চ্যানেলের সিইও সলমনের নিরাপত্তা প্রসঙ্গে জানান, যে দিন অভিনেতা শুটিং করতে আসেন, সে দিন সেটে বাইরের কোনও দর্শক রাখা হয় না। প্রায় ৬০০ নিরাপত্তারক্ষী রয়েছে। প্রায় ২৪ ঘণ্টা কাজ হচ্ছে। পুরুষদের সঙ্গে মহিলারাও কাজ করছেন। তাঁর কথায়, ‘‘আমরা নিরাপত্তার বিষয়ে কোনও আপস করি না। কারণ, আমাদের কাছে অভিনেতার সুরক্ষা সবার আগে। শোয়ের অন্দরে চুক্তিভিত্তিক থেকে শুরু করে স্থায়ী কর্মী, ভেন্ডর যাঁদেরই নিয়োগ করা হয়, প্রত্যেকের ব্যাপারে সমস্ত খোঁজখবর নিয়ে নেওয়া হয়। ’’
সম্প্রতি, সলমনের বাসভবন ‘গ্যালাক্সি’ আবাসনে এক অজ্ঞাতপরিচয় নারী এবং পুরুষ জোর করে ঢুকে পড়ার পরে, অভিনেতার নিরাপত্তা আরও জোরদার হয়েছে। যখনই তাঁর প্রাণসংশয় ঘটেছে, ‘ভাইজান’ উড়ে গিয়েছেন দুবাই বা অন্যত্র। আশঙ্কা, তাঁর পরিবারও যে কোনও সময় আক্রান্ত হতে পারে। এখন তাই তিনি ছবিশিকারিদেরও আর ছবি তুলতে দেন না।