করিশ্মা কপূরের প্রাক্তন স্বামীর ৩০,০০০ কোটি টাকার সম্পত্তির উত্তরাধিকার হবে কে? শুরু আইনি লড়াই। ইতিমধ্যেই করিশ্মার দুই সন্তান, সামাইরা ও কিয়ান দিল্লি হাই কোর্টে সম্পত্তির ভাগ চেয়ে মামলা করছেন। প্রয়াত সঞ্জয় কপূরের বর্তমান স্ত্রী প্রিয়ার বিরুদ্ধে দলিল জাল করার অভিযোগ। এই আবহে সঞ্জয়ের সঙ্গে করিশ্মার চ্যাট ফাঁস। নায়িকা নাকি ভারতীয় নাগরিকত্ব রাখতেই চাননি!
করিশ্মার দুই সন্তানের অভিযোগ, তাদের বাবা প্রয়াত সঞ্জয় কপূরের সমস্ত সম্পত্তি দখল করতে চাইছেন প্রিয়া। সামাইরা ও কিয়ানও সঞ্জয় কপূরের সম্পত্তির দাবিদার। তাই তাঁরা হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন। কিছুদিন আগেই সঞ্জয়ের মা রানি কপূর দাবি করেন, তাঁর পুত্রের মৃত্যু স্বাভাবিক নয়। বিষয়টি নিয়ে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন বলে জানিয়েছিলেন তিনি। তাঁরও অভিযোগের আঙুল সঞ্জয়ের তৃতীয় স্ত্রী প্রিয়ার দিকেই। একটা সময় নাকি মুখ দেখাদেখি বন্ধ ছিল করিশ্মা ও সঞ্জয়ের। তখনই নাকি দুই ছেলেমেয়ের নাগরিকত্ব বদল করতে চেয়েছিলেন করিশ্মা। খবর, দুই সন্তানের জন্য ভারতীয় নাগরিকত্বের সঙ্গে নাকি পর্তুগালেরও নাগরিকত্ব চেয়েছিলেন। তখনই সঞ্জয় তাঁকে ভারতীয় নাগরিকত্ব ত্যাগ করার কথা জানান। কারণ, ভারত সরকার দ্বৈত নাগরিকত্বের স্বীকৃতি দেয় না। যদিও, শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত নেন করিশ্মা, তা এখনও অধরা। আগামী ৯ অক্টোবর এই মামলার পরবর্তী শুনানি।