২০১০ সালে ‘বিগ বস্’ সিজ়ন ৪-এ আলি মার্চেন্টকে বিয়ে করেছিলেন সারা খান। কিন্তু সেই সম্পর্ক বেশি দিন টেকেনি। মাস কয়েকের মধ্যেই বিচ্ছেদ হয়। এর পর সারার সঙ্গে নাম জড়ায় অনেকেরই। তবে এ বার পাকাপাকি ভাবে সংসারী হলেন তিনি। আইনি মতে বিয়ে সারলেন সারা। হাতে লাল চুড়ি, পরনে নীল চুড়িদার ও সিঁথিতে সিঁদুর— প্রযোজক কৃষ পাঠকের সঙ্গে আইনি বিয়ে সারলেন অভিনেত্রী।
আরও পড়ুন:
একটি ডেটিং অ্যাপের মাধ্যমে কৃষের সঙ্গে আলাপ সারার। মাত্র এক বছরের আলাপ-পরিচয়ের পরেই বিয়ে সেরে ফেললেন সারা। ৬ অক্টোবর আইনি মতে বিয়ে সেরেছেন তাঁরা। সারা জানান, কৃষের সঙ্গে কথাবার্তা শুরু হওয়ার দিন কয়েক পর থেকেই নিজেকে তাঁর স্ত্রী ভাবতে শুরু করেন অভিনেত্রী।
সারা বলেন, ‘‘এখনও যেন সারা শরীরে শিহরণ হচ্ছে। কৃষ এমন একজন মানুষ, যাঁর মধ্যে সঙ্গী হওয়ার মতো সব গুণ আছে। ধৈর্য্য ধরে অপেক্ষা করলে সঠিক মানুষ পাওয়া যায়। আমাদের এই সম্পর্ক যেন সাতজন্মের।’’ আইনি মতে বিয়েটা চুপিচুপি করলেও ডিসেম্বরে ভূরিভোজের আয়োজন করবেন দম্পতি।