Advertisement
১১ জুন ২০২৪

‘সুলতান’ সলমনের নয়া বেগম মানদানা!

‘সুলতান’ সলমনের বেগম মিলল কি? বোধহয় হ্যাঁ! বি-টাউনের ওজনদার নাম নয়, প্রায় আনকোরা মানদানা করিমিই হতে চলেছেন সাল্লু মিয়াঁর বেগম। এমনটাই কানাকানি বলিউডের অন্দরে। তবে রিয়েল নয়, রিল লাইফে সুলতানের বেগম হবেন মানদানা।

ছবি: ইনস্টাগ্রাম।

ছবি: ইনস্টাগ্রাম।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০১৫ ১৪:১১
Share: Save:

‘সুলতান’ সলমনের বেগম মিলল কি? বোধহয় হ্যাঁ! বি-টাউনের ওজনদার নাম নয়, প্রায় আনকোরা মানদানা করিমিই হতে চলেছেন সাল্লু মিয়াঁর বেগম। এমনটাই কানাকানি বলিউডের অন্দরে। তবে রিয়েল নয়, রিল লাইফে সুলতানের বেগম হবেন মানদানা।

‘বিগ বস-৯’-এর সৌজন্যে মানদানা এখন দেশীয় দর্শকের ড্রয়িং রুমের নয়া অতিথি। রিয়েলিটি শো-এর আগে অবশ্য চলতি বছরের সেপ্টেম্বরেই তাঁকে দেখা গিয়েছে ‘ভাগ জনি’তে। কুণাল খেমুর বিপরীতে ইরানীয় সুন্দরী নজর কাড়লেও সে ছবি কিন্তু বক্স অফিসে ডুবেছে। তবে মডেলিং দিয়ে নাম কিনলেও মানদানা আপাতত ফিল্মেই মন দিতে চান। ‘বিগ বসে’র সেটে সলমন যে তাঁর প্রতি একটু বেশিই সদয় তা তো চোখেই পড়ছে।

গ্যালারির পাতায় দেখুন: কে এই মনদানা?

আরও পড়ুন: বিগ বসের ঘরে ইরানি অভিনেত্রী মনদানা কারিমি

আদিত্য চোপড়া প্রযোজিত ‘সুলতান’ সিনেমার পর্দায় দেখা যেতে পারে আগামী বছর ইদে। ‘মেরে ব্রাদার কি দুলহন’ বা ‘গুন্ডে’-র পর এটাই পরিচালক আলি আব্বাস জাফরির বড় প্রজেক্ট। তা সেই সলমনের ‘সুলতান’-এর জন্য নায়িকার ভূমিকায় কে থাকবেন, তা নিয়ে জল্পনার অন্ত নেই। একে একে নাম উঠেছে দীপিকা পাড়ুকোন, পরিণীতি চোপড়া থেকে কর্তি সাননের। কিন্তু, এখন শোনা যাচ্ছে ওই তিন বলিউড নায়িকা নন, সাল্লু মিয়াঁর বেগমের রোল পেতে পারেন মানদানা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Bigg Boss 9 contestant Mandana bags Salman's 'Sultan'?
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE