Advertisement
E-Paper

‘আগে মোমো বলে ডাকত, এখন আমরাই করোনা ভাইরাস’, জাতি বিদ্বেষের কথা ফাঁস করলেন চুম

উত্তর-পূর্ব ভারতের মানুষও এই দেশেরই অংশ। কিন্তু বার বার তাঁদের দেশ ও পরিচয় নিয়ে প্রশ্ন করা হয়। এই বিষয়টি নিয়ে বিরক্তি প্রকাশ করেন চুম।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ মে ২০২৫ ১৮:৩৫
Bigg Boss fame Chum Darang said that she faced racism dgtl

জাতিবিদ্বেষ নিয়ে কথা বললেন চুম। ছবি: সংগৃহীত।

অতিমারির পর থেকে উত্তর-পূর্ব ভারতের মানুষেরা আরও বেশি জাতি বিদ্বেষের শিকার, এমনই দাবি করলেন ‘বিগবস্‌’ খ্যাত অভিনেত্রী চুম দারাং। অরুণাচল প্রদেশের বাসিন্দা চুমের দাবি করেছেন, সারা জীবনই নানা রকমের বৈষম্যমূলক মন্তব্য শুনতে হয়েছে তাঁকে। করোনা অতিমারির পরে নাকি উত্তর-পূর্ব ভারতের বাসিন্দাদের পরিস্থিতি আরও খারাপ হয়েছে।

এক সাক্ষাৎকারে উত্তর-পূর্ব ভারতের মানুষের কথা তুলে ধরেছেন চুম দারাং। তিনি বলেছেন, “উত্তর-পূর্বের মানুষের ‘ভারতীয়’ হয়ে ওঠা খুব জরুরি। ছোট পর্দা হোক বা বড় পর্দা, দুটোই আামাদের জন্য খুব বড় বিষয়। প্রত্যেক ঘরে ঘরেই ধারাবাহিক বা ছবি দেখা হয়। বড় সংখ্যক মানুষের কাছে পৌঁছনো যায়।”

এর পরেই চুম বলেন, “আমি বহু বার জাতি বিদ্বেষের শিকার হয়েছি। তবে সেই বিষয়ে বিশদে আর কথা বলতে চাই না। আসলে বৈষম্য বা ভেদাভেদের বিষয়ে মানুষ এখনও অবহিতই নন। তবে কিছু মানুষ উদ্দেশ্য প্রণোদিত ভাবে তির্যক মন্তব্য করেন।”

উত্তর-পূর্ব ভারতের মানুষও এই দেশেরই অংশ। কিন্তু বার বার তাঁদের দেশ ও পরিচয় নিয়ে প্রশ্ন করা হয়। এই বিষয়টি নিয়ে বিরক্তি প্রকাশ করে অভিনেত্রী বলেন, “আগে মানুষ আমাদের ‘মোমো’ বলে ডাকত। কিন্তু অতিমারির পর থেকে আমাদের তারা ‘করোনা ভাইরাস’ বলে ডাকতে শুরু করেছে। এই ধরনের মন্তব্যে খুবই বিরক্ত হই। তবে আমি জানি, এই ধরনের মানুষের মুখ কী ভাবে বন্ধ করতে হয়।”

উল্লেখ্য, ‘বধাই দো’, ‘গঙ্গুবাঈ’-এর মতো ছবিতেও অভিনয় করেছেন চুম।

Chum Darang
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy