ববি দেওল। ছবি: সংগৃহীত।
গত বছর ‘অ্যানিম্যাল’ ছবিটির মাধ্যমে প্রচারের আলোয় চলে আসেন ববি দেওল। অনেকেই বলছেন, কেরিয়ারের নতুন ইনিংস শুরু করতে তাঁকে সাহায্য করেছে সন্দীপ রেড্ডি বঙ্গার ছবিটি। ছবিতে খলনায়কের চরিত্রে অভিনয় করে নজর কাড়েন ববি। আরও এক বার খল চরিত্রেই বড় পর্দায় হাজির হতে চলেছেন ধর্মেন্দ্র-পুত্র।
জুনিয়র এনটিআর ও জাহ্নবী কপূর জুটি বেঁধেছেন ‘দেবারা’ ছবিতে। এই ছবিতে খলনায়কের ভূমিকায় দেখা যাবে সইফ আলি খানকে। সূত্রের দাবি, ছবিতে দ্বিতীয় খলনায়কের আর একটি চরিত্র রয়েছে। সেখানে নির্মাতারা ববির কথাই ভাবছেন। অভিনেতার সঙ্গে নাকি তাঁদের প্রাথমিক পর্যায়ে একপ্রস্ত কথাও হয়ে গিয়েছে।
সূত্রের দাবি, ‘দেবারা: পার্ট ওয়ান’-এর প্রধান খল চরিত্রে অভিনয় করছেন সইফ। ছবির শেষের দিকে নির্মাতারা ববিকে হাজির করে চমক দিতে চাইছেন। ছবির সিক্যুয়েলে সইফ ও ববিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন দর্শক। এর আগে খলচরিত্রে একাধিক বার নজর কেড়েছেন সইফ। তাঁর সঙ্গে ববির জুটি দর্শকের পছন্দ হয় কি না, তা নিয়ে কৌতূহল থাকবে।
চলতি বছর ইদেই ‘দেবারা’ মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু নির্মাতারা ভিএফএক্সের কাজ সময়ে শেষ করতে পারেননি। তাই ছবির মুক্তি পিছিয়ে দেওয়া হয়েছে। ছবিটি আগামী অক্টোবরে মরসুমে মুক্তি পাওয়ার কথা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy