রহস্যজনক ভাবে মৃত্যু হল হিন্দি টেলি সিরিয়ালের জনপ্রিয় অভিনেতা কুশল পঞ্জাবীর। তাঁর বয়স হয়েছিল ৩৭ বছর। শুক্রবার ভোরে কুশলের মুম্বইয়ের ফ্ল্যাট থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, আত্মঘাতী হয়েছেন তিনি। তবে ঠিক কী কারণে কুশল এমনটা করলেন, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।
কুশলের আকস্মিক মৃত্যুতে বলিউডে নেমে এসেছে শোকের ছায়া। অভিনেতা কর্ণবীর বোহরা এ দিন নিজের টুইটার অ্যাকাউন্টে লেখেন, ‘আমি মর্মাহত। হতে পারে এখন যে জায়গায় তুমি রয়েছ তা অনেক বেশি সুখকর। কিন্তু এই ক্ষতি পূরণ হওয়ার নয়।’
কর্ণের ওই পোস্টে অভিনেত্রী শ্বেতা তিওয়ারি থেকে শুরু করে রবি দুবের মতো অভিনেতারা কমেন্ট করেছেন। অনেকেই লিখেছেন,‘এ রকম কী করে হয়ে গেল!’