Advertisement
E-Paper

মা...স্মৃতিগুলো ঝাপসা হয়ে যাচ্ছে চোখের জলে: শেষ পোস্ট সুশান্তের

কৈশোরে মাকে হারিয়েছিলেন সুশান্ত। তারকা হয়ে যাওয়ার পরেও সেই আঘাত কাটিয়ে উঠতে পারেননি তিনি।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৪ জুন ২০২০ ১৭:০৮
মাকে নিয়ে এই ছবিই পোস্ট করেন সুশান্ত। ছবি: ইনস্টাগ্রাম থেকে সংগৃহীত।

মাকে নিয়ে এই ছবিই পোস্ট করেন সুশান্ত। ছবি: ইনস্টাগ্রাম থেকে সংগৃহীত।

সব কিছু শেষ হওয়ার আগেও ১৭ বছর আগে মারা যাওয়া মাকেই আঁকড়ে ধরেছিলেন সুশান্ত সিংহ রাজপুত। নিজের সমস্ত আবেগ উজাড় করে দিয়েছিলেন সোশ্যাল মিডিয়ায়। রবিবার সকালে তাঁর মৃত্যুর খবর যখন ছড়িয়ে পড়েছে সর্বত্র, সেইসময় সোশ্যাল মিডিয়ায় তাঁর করা শেষ পোস্টেই চোখ আটকে যাচ্ছে। পড়লে বোঝা যাচ্ছে, মন ভাল ছিল না সুশান্তের।

কৈশোরে মাকে হারিয়েছিলেন সুশান্ত। তারকা হয়ে যাওয়ার পরেও সেই আঘাত কাটিয়ে উঠতে পারেননি তিনি। একাধিক বার সংবাদমাধ্যমে নিজেই সে কথা জানিয়েছেন তিনি। প্রায়শই সোশ্যাল মিডিয়ায় মাকে নিয়ে পোস্টও করতেন তিনি।

গত ৩ জুন ইনস্টাগ্রামে শেষ পোস্টটিও মাকে নিয়েই করেন সুশান্ত। মায়ের সঙ্গে নিজের ছবির কোলাজ পোস্ট করে লেখেন, ‘‘চোখের জলে ঝাপসা হচ্ছে স্মৃতিগুলো /অথচ স্বপ্নের নিরন্তর আনাগোনা স্মিত হাসির মতো ঠোঁটে লেগে থাকে / বহমান জীবন,এই দুইয়ের সঙ্গে বোঝাপড়া...মা।’’

Blurred past evaporating from teardrops Unending dreams carving an arc of smile And a fleeting life, negotiating between the two... #माँ ❤️

A post shared by Sushant Singh Rajput (@sushantsinghrajput) on

সুশান্তের ইনস্টাগ্রাম পোস্ট।

আরও পড়ুন: সুশান্ত সিংহ রাজপুতের ঝুলন্ত দেহ উদ্ধার, আত্মহত্যা বলে সন্দেহ​

আরও পড়ুন: তারা দেখা ছিল নেশা, মেধাবী ছাত্র, ইঞ্জিনিয়ারিং ছাড়েন অভিনয়ের টানে​

ঠিক কী কারণে সুশান্ত আত্মহত্যা করেছেন, তা এখনও পর্যন্ত জানা যায়নি। তবে দীর্ঘদিন ধরেই তিনি অবসাদে ভুগছিলেন বলে শোনা যাচ্ছে। এর আগেও মায়ের উদ্দেশে তাঁর করা পোস্টে অবসাদের ছায়া ধরা পড়েছে। ২০১৭-য় টুইটারে মায়ের উদ্দেশে হাতে লেখা একটি চিঠি পোস্ট করেন তিনি। তাতে তিনি লেখেন, ‘‘চিরকাল আমার সঙ্গে থাকবে বলে প্রতিশ্রুতি দিয়েছিলে, আমিও কথা দিয়েছিলাম, যাই হোক না কেন মুখে হাসি ধরে রাখব। মনে হচ্ছে আমরা দু’জনেই ভুল ছিলাম মা।’’

Sushant Singh Rajput Bollywoo Actor Suicide Death
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy