অন্তর্বাস পরে ক্রিকেট খেলছেন টাইগার শ্রফ। সমাজমাধ্যমে এই দৃশ্য ছড়িয়ে পড়েছে মুহূর্তেই। তার জন্য অভিনেতার দিকে ধেয়ে আসে ব্যঙ্গ, কটাক্ষ। ‘উন্মুক্ত অবস্থায় কে এই ভাবে ক্রিকেট খেলে?’ এমন নানা মন্তব্য তাঁর দিকে ধেয়ে আসে। এ বার সেই মন্তব্যের জেরে নিজের মধ্যেই বদল আনলেন টাইগার। সেই সঙ্গে জবাবও দিলেন বলি তারকা।
গায়ে সুতো নেই, নিম্নাঙ্গে শুধু অন্তর্বাস। সে ভাবেই রাস্তায় ক্রিকেট খেলছেন টাইগার। বলিউডে শরীর সচেতন তারকাদের মধ্যে অন্যতম তিনি। সম্প্রতি নিজের আসন্ন ছবি ‘বাগী ৪’-এর শুটিং শুরু করেছেন। তাঁর অনুরাগীও অসংখ্য। কিন্তু এমন উন্মুক্ত ভিডিয়ো দেখেই ওঠে নিন্দার ঝড়। এক নেটাগরিক খোঁচা দিয়ে লিখেছিলেন, “পোশাক পরেও তো ক্রিকেট খেলা যায়। শরীর দেখাতে চাইছেন?” এই সমস্ত কটাক্ষ ও নিন্দাকে বেশ গুরুত্ব দিয়েছেন অভিনেতা। তা তাঁর বৃহস্পতিবারের পোস্টেই স্পষ্ট হয়ে গেল।
আরও পড়ুন:
এই দিনের ভিডিয়োয় অন্য রূপে ধরা দিলেন টাইগার। ঊর্ধ্বাঙ্গ অনাবৃত থাকলেও, নিম্নাঙ্গে আর অন্তর্বাস নয়। এই দিন ট্র্যাক প্যান্ট পরে ক্রিকেট খেললেন তিনি। সেই ভিডিয়ো নিজেই ভাগ করে নিলেন অভিনেতা। তার সঙ্গে ক্যাপশনে লিখলেন, “ট্র্যাক প্যান্টেও আমার একই অবস্থা।” যদিও এই মন্তব্য নিছকই রসিকতা করে করেছেন টাইগার শ্রফ।
উল্লেখ্য, টাইগার শ্রফের সিক্স প্যাকের ভক্ত অনেকেই। মহিলারা মুগ্ধ। আর পুরুষদের কাছে তিনি অনুপ্রেরণা। তাই অন্তর্বাস পরলেও অনুরাগীরা তাঁকে প্রশংসায় ভরিয়েছেন। অভিনেতাকে শেষ দেখা গিয়েছে ‘সিংহম এগেন’ ছবিতে।