অহমদাবাদ বিমান দুর্ঘটনায় স্তম্ভিত গোটা দেশের মানুষ। অহমদাবাদ থেকে লন্ডনের উদ্দেশে যাত্রা শুরু করার কিছুক্ষণের মধ্যেই ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার এআই-১৭১ বিমানটি। বিমানের ১২ কর্মী-সহ ২৪২ জনেরই মৃত্যুর হয়েছে বলে খবর। এই পরিস্থিতিতে নিজের একটি বড় কাজ বাতিল করেছেন সলমন খান। এ বার আমির খানের সহযোগী দলের থেকে এল বিশেষ বিবৃতি। খবর পাওয়ার পর থেকে ভেঙে পড়েছেন আমির খান। জানিয়েছে তাঁর সহযোগী দল।
‘মিস্টার পারফেকশনিস্ট’-এর সহযোগী দলের বিবৃতিতে বৃহস্পতিবার বলা হয়, “এই দুঃখজনক বিমান দুর্ঘটনার জেরে আমরা ভীষণ ভাবে মর্মাহত। এমন বড় ক্ষতির মুহূর্তে নিহতদের পরিবারের প্রতি আমাদের সমবেদনা রইল।” বিমানটি আছড়ে পড়ে জনবসতি এলাকায়। সেখানকার মানুষও ক্ষতিগ্রস্ত। তাঁদের প্রতিও সমবেদনা জানিয়েছেন আমির ও তাঁর সহকারী দল।
বলি তারকার তরফ আরও লেখা হয়েছে, “এই বিধ্বংসী ঘটনায় যে সমস্ত ব্যক্তি ও গোষ্ঠী ক্ষতিগ্রস্ত হয়েছেন তাঁদের সকলের জন্য আমরা শোকাচ্ছন্ন। ভারতকে শক্ত থাকতে হবে।”
আরও পড়ুন:
বৃহস্পতিবার সন্ধ্যায় একটি অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা ছিল সলমন খানের। কিন্তু এই বিমান দুর্ঘটনার পরে বাক্রুদ্ধ সলমন। তাই এই অনুষ্ঠান বাতিল করেছেন তিনি। অনুষ্ঠানের আয়োজকদের তরফ থেকে বলা হয়েছে, “যা ঘটেছে তা অত্যন্ত দুঃখজনক। আমরা এই মুহূর্তে দেশের সঙ্গে রয়েছি।”
বলিউড থেকে রিতেশ দেশমুখ, পরিণীতি চোপড়া, অক্ষয় কুমার, করিনা কপূর খান, সানি দেওল, অনুষ্কা শর্মাও ঘটনার পরে শোকপ্রকাশ করেছেন। উল্লেখ্য, এআই-১৭১ নম্বরের এই বিমানটি দুপুর ১টা ৩৮ মিনিটে অহমদাবাদ বিমানবন্দর থেকে ওড়ে। সেটি ব্রিটেনের গ্যাটউইক বিমানবন্দরে উদ্দেশে রওনা দিয়েছিল। ওড়ার কিছুক্ষণের মধ্যেই লোকালয়ের মধ্যে বিমানটি ভেঙে পড়ে।